আলোচনা নয় ইরানকে নতিস্বীকারে বাধ্য করতে চায় আমেরিকা: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i147004-আলোচনা_নয়_ইরানকে_নতিস্বীকারে_বাধ্য_করতে_চায়_আমেরিকা_পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা তার দেশের সঙ্গে আলোচনায় বসতে চায় না বরং তার মূল উদ্দেশ্য ইরানকে নতিস্বীকার করতে বাধ্য করা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১৪:২৭ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা তার দেশের সঙ্গে আলোচনায় বসতে চায় না বরং তার মূল উদ্দেশ্য ইরানকে নতিস্বীকার করতে বাধ্য করা।

তিনি গতকাল (বৃহস্পতিবার) ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহর সফরে গিয়ে এক জনসভায় ভাষণ দেন। এ সময় তিনি ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাবের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “আমরা আলোচনায় বসব না একথা বলছি না, কিন্তু ট্রাম্প আমাদের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার পর আলোচনায় বসার কথা বলতে পারেন না। তিনি কেন আমাদেরকে খাদ্য, পানি এবং ওষুধ থেকে বঞ্চিত রাখতে চান?”

পেজেশকিয়ান আরো বলেন, “তারা আসলে আলোচনা চায় না। তারা চায় আমাদেরকে তাদের ইচ্ছার কাছে আত্মসমর্পণে বাধ্য করতে। কিন্তু আমরা নতিস্বীকার করব না।” প্রেসিডেন্ট বলেন, ইরানিরা আত্মনির্ভরশীলতা ও সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে মাধ্যমে নিজেদের সমস্যাবলীর সমাধান করতে পারবে।

পেজেশকিয়ান বলেন, “শত্রুরা আমাদের পথচলা ব্যাহত করতে পারবে না। আমরা আমাদের পথ ঠিকই খুঁজে নেব।”

এর আগে বুধবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বক্তব্যে বলেছিলেন, ইরানের ভবিষ্যত বিদেশিদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল থাকবে না। ইরানি তরুণ সমাজকে তাদের নিজেদের সমস্যার সমাধান করার মতো দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৫ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ করার একটি আদেশে সই করেন। এর মাধ্যমে তিনি ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যয় জানান। অথচ একই সময়ে তিনি কয়েকবার ইরানের সঙ্গে আলোচনায় বসতেও আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প তার প্রথমবারের শাসনামলে আমেরিকাকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের করে নিয়েছিলেন।

পেজেশকিয়ান এ সম্পর্কে আরো বলেন, ট্রাম্প স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন। এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীও সম্প্রতি এক ভাষণে বলেছেন, টাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করা বুদ্ধিদীপ্ত কাজ হবে না।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪