‘বোমা মেরে পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব কিন্তু মেধা নয়’
একশ’ পরমাণু স্থাপনা ধ্বংস করলে আমরা এক হাজারটি তৈরি করব: ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা যদি তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে দেশের তরুণ বিজ্ঞানীরা একরম অসংখ্য স্থাপনা তৈরি করার জন্য প্রস্তুত রয়েছে।
তিনি গতকাল (বৃহস্পতিবার) ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে দেয়া এক বক্তব্যে বলেন, “তারা আমাদের পরমাণু স্থাপনাগুলো বোমা মেরে উড়িয়ে দিতে চায়। কিন্তু তারা আমাদের তরুণদের মেধা ধ্বংস করতে পারবে না।” বুশেহরে ইরানের প্রথম পরমাণু স্থাপনা অবস্থিত।
পেজেশকিয়ান ইরানের শত্রুদের উদ্দেশ করে স্পষ্ট ভাষায় বলেন, “তোমরা যদি আমাদের ১০০টি পরমাণু স্থাপনায় হামলা চালাও তাহলে আমাদের তরুণ বিজ্ঞানীরা আরো এক হাজারটি নতুন স্থাপনা তৈরি করবে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানকে ইহুদিবাদী ইসরাইল নামক জুজুর ভয় দেখান। তিনি বলেন, ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে; তবে তার চেয়ে ভালো হয় ইরান যদি আমেরিকার সঙ্গে একটি চুক্তি সই করে।
এছাড়া, মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি দাবি করেছে যে, ইহুদিবাদী ইসরাইল আগামী ছয় মাসের মধ্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আগাম হামলা চালাতে পারে।
এ ব্যাপারে গতকাল (বৃহস্পতিবার) ইরানের বিমান বাহিনী প্রধান জেনারেল হামিদ ওয়াহেদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শত্রু -মিত্র নির্বিশেষে আমরা বিশ্বের সব দেশকে একথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে, আমাদের সামরিক কৌশল আত্মরক্ষামূলক। কিন্তু শত্রুর যেকোনো আঘাতের বিরুদ্ধে আমাদের প্রত্তুত্তর হবে অত্যন্ত ভয়ঙ্কর।”
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৃহস্পতিবার বুশেহর পরমাণু স্থাপনা পরিদর্শন করেন এবং সেখানকার ২ ও ৩ নম্বর ইউনিটের কার্যক্রম উদ্বোধন করেন। তিনি স্থাপনার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় বিজ্ঞানীরা বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়াসহ স্থাপনাটির নানা কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।