গাজা যুদ্ধে দখলদার বাহিনীর কর্মকাণ্ডে মুক্তিপ্রাপ্ত ইসরাইলি মহিলা সেনাদের তীব্র সমালোচনা
-
গাজা যুদ্ধে দখলদার বাহিনীর কর্মকাণ্ডে মুক্তিপ্রাপ্ত ইসরাইলি মহিলা সেনাদের তীব্র সমালোচনা
পার্সটুডে-গাজা উপত্যকায় ১৫ মাসেরও বেশি সময় ধরে হামাসের হাতে বন্দী থাকা দখলদার সেনাবাহিনীর চার মহিলা সেনা ইসরাইলি সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন।
আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পর ওই মহিলা সেনারা তাদের সেনাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন।
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত জানুয়ারীতে মুক্তি পায় ইসরাইলের ওই ৪ নারী সেনা। হামাস কর্তৃক বন্দী ওই চার নারী সেনা পূর্বে সামরিক পর্যবেক্ষক ছিলেন। তারা ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযানের শুরুতে বন্দী হয়েছিলেন।
হিব্রু ভাষার চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, দখলদার সেনাবাহিনীর প্রধান হারতেজি হালেভি গতকাল (শুক্রবার) ওই চার নারী সেনার সাথে দেখা করেছেন।
চ্যানেল-টুয়েলভ আরও জানিয়েছে: তাদের মধ্যকার ওই বৈঠকটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ। কারণ মুক্তিপ্রাপ্ত চার মহিলা সৈন্যই ৭ অক্টোবরের হামলার আগে বারবার ইসরাইলি সেনাবাহিনীর আচরণের সমালোচনা করেছিলেন।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।