ইরান সন্ত্রাসবাদের সমর্থক নয় সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার: পেজেশকিয়ান
(last modified Mon, 17 Feb 2025 11:55:49 GMT )
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১৭:৫৫ Asia/Dhaka
  • ইরান সন্ত্রাসবাদের সমর্থক নয় সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের শত্রুদের কপটতার তীব্র নিন্দা জানিয়েছেন যারা ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনের’ দায়ে অভিযুক্ত করতে চায়।

তিনি রাজধানী তেহরানে তাবরিজ প্রদেশের সংস্কৃতি কর্মীদের এক অনুষ্ঠানে দেয়া ভাষণে বলেছেন, “শত্রুরা নিজেদেরকে মানবাধিকারের রক্ষক এবং ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করতে চায়। অথচ ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার একটি দেশ।” যারা ইরানকে দোষী করছে তারাই সন্ত্রাসবাদ ও সহিংসতার প্রকৃত পৃষ্ঠপোষক বলে তিনি অভিযোগ করেন।

পেজেশকিয়ান তার দেশের ইসলামি সরকারবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এমকেও’র প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নগ্ন সমর্থনের কথা তুলে ধরেন। তিনি বলেন, এমকেও’র হাত হাজার হাজার ইরানি নাগরিকের রক্তে রঞ্জিত হওয়া সত্ত্বেও পশ্চিমা দেশগুলো এই গোষ্ঠীকে সব রকম সহযোগিতা করে যাচ্ছে।

তিনি পাশ্চাত্যের কপটতার আরেকটি উদাহরণ দিতে গিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল পশ্চিম এশিয়া অঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করা সত্ত্বেও গোটা পাশ্চাত্য এই বর্বর সরকারের পক্ষ অবলম্বন করছে। 

ইরানের প্রেসিডেন্ট বলেন, মানবতার শত্রু ইসরাইল গোটা বিশ্বের চোখের সামনে নারী, শিশু ও বৃদ্ধদের ওপর ভয়াবহ গণহত্যা চালিয়ে এখন মানবাধিকারের রক্ষক সেজেছে।  তিনি বলেন, যারা মানবতাবিরোধী অপরাধ করে তারাই আবার মানবাধিকারের পৃষ্ঠপোষক হয়ে যায়- যা অত্যন্ত হাস্যকর। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৭