হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে ইরান
https://parstoday.ir/bn/news/event-i147144-হাসান_নাসরুল্লাহর_দাফন_অনুষ্ঠানে_উচ্চপর্যায়ের_প্রতিনিধিদল_পাঠাবে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠানো হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১১:২৪ Asia/Dhaka
  • হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠানো হবে।

গতকাল (সোমবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, “এই অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। এটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।” 

হিজবুল্লাহর একজন কর্মকর্তা জানান, বিশ্বের ৭৯টি দেশের প্রতিনিধিদল হিজবুল্লাহর শহীদ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নেবে। আগামী ২৩ ফেব্রুয়ারি এই দাফন অনুষ্ঠানের কথা রয়েছে। 

দাফন অনুষ্ঠান কমিটির সমন্বয়ক শেখ আলী দাহের জানিয়েছেন, ২৩ ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে মূলত বিশ্বের নিপীড়িত, নির্যাতিত ও উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ের নেতাদের স্মরণ অনুষ্ঠান। 

হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ গত ২৭ সেপ্টেম্বর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় শহীদ হন। এরপর অক্টোবর মাসে শহীদ হন সাইয়্যেদ সাফিউদ্দিন।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।