প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ঘোষণা
ইরান আলোচনা করবে কিন্তু যেকোন মূল্যে নয়
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান বারবার ঘোষণা করেছে যে তেহরান সংলাপ চায় কিন্তু “যেকোন মূল্যে" আলোচনা করবে না।
গতকাল (বৃহস্পতিবার) তেহরান প্রদেশের বুদ্ধিজীবীদের সাথে এক বৈঠকে পেজেশকিয়ান একথা বলেন।
তিনি বলেন, "নিষেধাজ্ঞা আরোপ করে ক্ষেপণাস্ত্র বা অস্ত্র থাকা উচিত নয় -একথা বলার পর আবার আলোচনার কথা বলা গ্রহণযোগ্য নয়। মর্যাদার সাথেই আলোচনা করতে হবে, ইরান কখনই গুণ্ডামি মেনে নেবে না।”
পেজেশকিয়ান বলেন, "যদি তারা মর্যাদার সাথে আসে, আমরা আলোচনা করব, কিন্তু আমরা জোরজবরদস্তির কাছে নতি স্বীকার করব না। শুরু থেকেই, আমরা ঘোষণা করেছি যে, আমরা সংলাপ এবং আলোচনা চাই, কিন্তু যেকোন মূল্যে নয়।"
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ইরানের ওপর "সর্বোচ্চ চাপ" প্রয়োগের নীতি গ্রহণ করেন। একই সাথে বলেছেন, তিনি ইরানের সাথে চুক্তির জন্য উন্মুক্ত।
ট্রাম্পের নীতির প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান বলেন, "তিনি মনে করেন যদি তিনি এসে আমাদের হুমকি দেন, তাহলে আমরা আগামীকাল পিছু হটব এবং বলব ঠিক আছে, আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব। কিন্তু আমরা মর্যাদাসম্পন্ন মানুষ। যদি তারা মর্যাদার সাথে আসে, তাহলে আমরা সংলাপে বসব, কিন্তু আমরা জোরজবরদস্তির কাছে নতি স্বীকার করব না।"
গাজা এবং লেবাননে ইসরাইলি সরকারের অপরাধের দিকে ইঙ্গিত করে ইরানি প্রেসিডেন্ট বলেন, "গাজা, লেবানন এবং ফিলিস্তিনের অসহায় জনগণের বিরুদ্ধে অপরাধী ইসরাইলের গৃহীত পদক্ষেপ কোনো জাগ্রত বিবেক মেনে নেবে না।"
তিনি আরো বলেন, আমেরিকা এবং ইউরোপ কেবল ইসরাইলি সরকারের "বর্বরতা" সমর্থন করেনি বরং তাদের বোমা এবং অস্ত্রও দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২০