সাইয়্যেদ নাসরুল্লাহর জানাজা অনুষ্ঠানে যাচ্ছেন ইরানের সংসদ স্পিকার
https://parstoday.ir/bn/news/event-i147300-সাইয়্যেদ_নাসরুল্লাহর_জানাজা_অনুষ্ঠানে_যাচ্ছেন_ইরানের_সংসদ_স্পিকার
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ সাফিউদ্দিনের দাফন ও শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। আগামীকাল (রোববার) জানাজা অনুষ্ঠিত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১৩:৩৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ নাসরুল্লাহর জানাজা অনুষ্ঠানে যাচ্ছেন ইরানের সংসদ স্পিকার

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ সাফিউদ্দিনের দাফন ও শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। আগামীকাল (রোববার) জানাজা অনুষ্ঠিত হবে।

ইরানের সংসদ স্পিকারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে কয়েক জন সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তা থাকবেন। তারা আগামীকাল অনুষ্ঠান শুরুর আগেই লেবাননে পৌঁছাবেন। এছাড়া, ইরানের সরকারি-বেসরকারি গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকেরা এরিমধ্যে লেবাননে পৌঁছেছেন। তারা গত কয়েক দিন ধরেই সেখানকার মানুষের প্রস্তুতি নিয়ে রিপোর্ট করছেন। 

হিজবুল্লাহর পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে, বিশ্বের ৭৯টি দেশের প্রতিনিধিদল হিজবুল্লাহর শহীদ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নেবে। 

জানাজা অনুষ্ঠান কমিটির সমন্বয়ক শেখ আলী দাহের জানিয়েছেন, ২৩ ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে মূলত বিশ্বের নিপীড়িত, নির্যাতিত ও উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ের নেতাদের স্মরণ অনুষ্ঠান।  

লেবাননের রাজধানী বৈরুতের 'কামিল শামুন' স্টেডিয়ামে মূল অনুষ্ঠান হবে। অনুষ্ঠান প্রায় এক ঘন্টা স্থায়ী হবে এবং অনুষ্ঠানের অংশ হিসেবে হিজবুল্লাহ মহাসচিব শেখ নায়িম কাসেমের বক্তৃতা অন্তর্ভুক্ত থাকবে।

হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ গত ২৭ সেপ্টেম্বর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় শহীদ হন। এরপর অক্টোবর মাসে শহীদ হন সংগঠনটির আরেক প্রভাবশালী নেতা সাইয়্যেদ সাফিউদ্দিন। হাসান নাসরুল্লাহর শাহাদাতের পর তারই মহাসচিব হওয়ার কথা ছিল।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।