নৌবাহিনীর কমান্ডারের তথ্য
আন্তর্জাতিক জলসীমায় ৫টি প্রশিক্ষণ নৌবহর মোতায়েন করেছে ইরান
-
রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় একযোগে পাঁচটি কার্যকর এবং প্রশিক্ষণ নৌবহর মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক জলসীমায় দেশের ক্রমবর্ধমান নৌ উপস্থিতির কথা ইঙ্গিত করে।
অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, ইরানি নৌ ইউনিটগুলো বর্তমানে মালাক্কা প্রণালীতে অবস্থান করছে। মালাক্কা প্রণালীটি ভারত মহাসাগরে আন্দামান সাগরকে, প্রশান্ত মহাসাগরে দক্ষিণ চীন সাগরকে এবং এডেন উপসাগরের কাছে ইয়েমেনি উপকূলরেখাকে সংযুক্ত করেছে।
ইরানের এ সামরিক কর্মকর্তা আরো নিশ্চিত করেন যে, নৌবাহিনী ভারত মহাসাগরের অন্যান্য স্থানেও দেশীয় সামরিক জাহাজের মাধ্যমে উল্লেখযোগ্য উপস্থিতি বজায় রেখেছে।
এ কমান্ডার সেনাবাহিনীর যৌথ জুলফিকার-১৪০৩ মহড়ার কথা উল্লেখ করেন। শনিবার শুরু হওয়া এই বিশাল মহড়ায় সেনাবাহিনীর স্থল বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি দেশটির খাতামুল আম্বিয়া ঘাঁটির যুদ্ধ ক্ষমতার একটি অংশ প্রদর্শন করা হয়েছে।
শাহরাম ইরানি বলেন, মহড়ার প্রথম দিনেই ইসলামী প্রজাতন্ত্র তার উপকূলীয় প্রতিরক্ষা লক্ষ্য অর্জনে সফল হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের উপকূল বরাবর কৌশলগত নৌবাহিনী একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা দেয়ার ক্ষেত্রে এই মহড়ার মাধ্যমে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩