অধিকৃত পশ্চিম তীরে ২ ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা
(last modified Sun, 23 Feb 2025 04:55:21 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৫৫ Asia/Dhaka
  • আয়মান নাসের আল-হাইমুনি হেবরনে এবং রিমাস আল-আমৌরি জেনিন
    আয়মান নাসের আল-হাইমুনি হেবরনে এবং রিমাস আল-আমৌরি জেনিন

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে পেটে ও পিঠে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বার্তা সংস্থা ওয়াফা নিশ্চিত করেছে যে, ১২ বছর বয়সী আয়মান নাসের আল-হাইমুনি হেবরনে এবং ১৩ বছর বয়সী রিমাস আল-আমৌরি জেনিন এলাকায় গুলিবিদ্ধ হয়েছে।

হেবরনের দক্ষিণে আত্মীয় বাড়িতে বেড়ানোর সময় আল-হাইমুনির ওপর গুলি চালায় ইসরাইলি বর্বর সেনারা। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে সে মারা যায়।

এছাড়া, আল-আমৌরির পেটে গুলিবিদ্ধ হয় এবং জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখোনে তাকে কিছুক্ষণ পরেই মৃত ঘোষণা করা হয়।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল- প্যালেস্টাইন নামের একটি সংগঠন জানিয়েছে, শুক্রবার বিকেলে জেনিন এলাকায় আমৌরির পারিবারিক বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

আল-আমৌরি থেকে প্রায় ৫০ মিটার দূরে অবস্থানরত একটি সাঁজোয়াযান থেকে এক ইসরাইলি সেনা উঠোন লক্ষ্য করে কমপক্ষে পাঁচটি গুলি ছোঁড়ে যা তার পেটে লাগে।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল- প্যালেস্টাইনের সদস্য আয়েদ আবু একতাইশ বলেন, আয়মান এবং রিমাস দুজনকেই হঠাৎ করে এবং কোনো পূর্বাভাস ছাড়াই পেছন থেকে মারাত্মক শক্তি দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। সে সময় ইসরাইলি সেনারা নিরাপদে সাঁজোয়াযানের ভেতরে অবস্থান করছিল। 

আয়েদ আবু একতাইশ বলেন, ফিলিস্তিনি শিশুদের জীবনের প্রতি অবজ্ঞা এবং পদ্ধতিগত দায়মুক্তির কারণে ইসরাইলি সেনাদের কোনো পরিণতি ভোগ করতে হবে না।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩