‘সর্বোচ্চ চাপ’ মাথায় নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Wed, 26 Feb 2025 04:49:40 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:৪৯ Asia/Dhaka
  • ল্যাভরভের সঙ্গে আরাকচির সংবাদ সম্মেলন
    ল্যাভরভের সঙ্গে আরাকচির সংবাদ সম্মেলন

হোয়াইট হাউজ তার ইরানবিরোধী ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি থেকে সরে না আসা পর্যন্ত তেহরান নিজের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না।

মঙ্গলবার তেহরান সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। 

তিনি বলেন, রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইরান নিজের পরমাণু ইস্যুতে কাজ করবে। আরাকচি স্পষ্ট করে বলেন, “পরমাণু আলোচনার ব্যাপারে ইরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা চাপ, হুমকি কিংবা নিষেধাজ্ঞার মুখে কোনো আলোচনা করব না।”

যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি জানান, তিনি ল্যাভরভের সঙ্গে ককেশাস, এশিয়া ও ইউরেশিয়া অঞ্চলের বিষয়াদি নিয়ে ল্যাভরভের সঙ্গে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা করেছেন।  ফিলিস্তিন ইস্যুতে দুই পররাষ্ট্রমন্ত্রী গাজাবাসীকে জোর করে তাদের ভূখণ্ড থেকে বিতারণ সংক্রান্ত মার্কিন পরিকল্পনার ঘোর বিরোধিতা করেন।

সিরিয়া বিষয়ে ইরান ও রাশিয়ার অভিন্ন অবস্থান তুলে ধরে সাইয়্যেদ আরাকচি বলেন, “ইরানের অগ্রাধিকার হচ্ছে সিরিয়ার জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশটিতে শান্তি, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও দেশটির উন্নতি নিশ্চিত করা।

যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রীও তার ইরানি সমকক্ষের সঙ্গে বৈঠককে ‘বিস্তারিত ও গঠনমূলক’ অভিহিত করে বলেন, ব্রিকসের গঠনকাঠামোর আওতায় দু’দেশ নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে।  ল্যাভরভ বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ ১৩% বেড়ে গেছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।