টিজার প্রকাশিত
ইরানের সিনেমা হলগুলোতে 'মূসা কালিমুল্লাহ' চলচ্চিত্রের প্রদর্শন শুরু
-
মূসা কালিমুল্লাহ চলচ্চিত্রের পোস্টার
ইসলামি প্রজাতন্ত্র ইরানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-সহ পাঁচজন নবী-রাসূলের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। সর্বশেষ নির্মিত মুভিটির নাম 'মূসা কালিমুল্লাহ'। হযরত মূসা (আ.)-এর জীবন ও ফেরাউনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম নিয়ে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
সিমোর্গসহ ফজর চলচ্চিত্র উৎসবে সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত মুভি 'মূসা কালিমুল্লাহ'র টিজারটি প্রকাশের সাথে সাথে রাজধানী তেহরানসহ সারা দেশের সিনেমা হলগুলোতে ছবিটির প্রদর্শনও শুরু হয়েছে।
এর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক 'মুহাম্মদ রাসূলুল্লাহ' মুভিটি সারাবিশ্বে সাড়া ফেলে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজিদি'র ওই মুভিটি ২০১৫ সালের ২৭ আগস্ট বিশ্ব প্রিমিয়ার হয়। এছাড়া, হযরত ইব্রাহিম (সা.), হযরত ঈসা (সা.)-এর জীবনভিত্তিক 'মারিয়াম মোকাদ্দাস' এবং হযরত ইউসুফ (আ.)-এর ওপর নির্মিত সিরিয়ালও ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।#
পার্সটুডে/এমএআর/২৬