সিরিয়ায় সামরিক অবস্থানের ঘোষণা নেতানিয়াহুর, দামেস্কসহ কয়েকটি শহরে প্রতিবাদ
-
সিরিয়ায় বিক্ষোভ
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় শত শত সিরিয় নাগরিক বিক্ষোভ করেছেন।
সিরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্কে জাতিসংঘের অফিসের বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী নেতানিয়াহুর মন্তব্যের প্রতিবাদ এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন।
দক্ষিণ সিরিয়ায় 'সামরিকীকরণ' নিয়ে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানাতে গতকাল (মঙ্গলবার) ড্রুজ-অধ্যুষিত কেন্দ্রীয় শহর সুওয়াইদার আল-কারামা স্কয়ারে বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় তারা দখলদারিত্বের বিরুদ্ধে, বিশেষ করে তুরস্ক এবং ইসরাইলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীরা নেতানিয়াহু এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন যে, তারা সিরিয়ার জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে না।
বিক্ষোভকারীরা সিরিয়ার প্রশাসনকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
এছাড়া, কুনেইত্রা ও আলেপ্পো শহরেও ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ সিরিয়ায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার ওপর জোর দিয়ে বলেছেন, যতদিন প্রয়োজন আমরা পশ্চিম তীরের ক্যাম্পগুলোতে থাকব।#
পার্সটুডে/এমএআর/২৬