মোসাদের শীর্ষপদে অনভিজ্ঞ গোফমান: ইসরায়েলের নিরাপত্তায় নেতানিয়াহুর ঝুঁকিপূর্ণ বাজি
-
অনভিজ্ঞ রোমান গোফমানকে মোসাদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন নেতানিয়াহু
পার্সটুডে: ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোয়েন্দা–বিষয়ে অনভিজ্ঞ রোমান গোফমানকে মোসাদের প্রধান হিসেবে নিয়োগ দিয়ে অভ্যন্তরীণ তিনজন যোগ্য উত্তরসূরিকে উপেক্ষা করেছেন এবং ইসরায়েলের নিরাপত্তাকে পেশাগত দক্ষতার বদলে ব্যক্তিগত আনুগত্যের সঙ্গে বেঁধে দিয়েছেন।
বেনিয়ামিন নেতানিয়াহু রোমান গোফম্যানকে মোসাদের প্রধান পদে নিয়োগ দিয়েছেন। এই কর্মকর্তার গোয়েন্দা কিংবা বিশেষ অভিযানের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতাই নেই। তার একমাত্র পূর্ব অভিজ্ঞতা মাত্র দেড় বছর নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে কাজ করা।
'ইসরায়েল হায়োম'–এর উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, নেতানিয়াহু এই নিয়োগের মাধ্যমে তিনজন শীর্ষস্থানীয় অভিজ্ঞ প্রার্থীকে উপেক্ষা করেছেন, যারা মোসাদের সাম্প্রতিক সমস্ত বড় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মোসাদের মতো সংস্থা একটি উচ্চমাত্রার পেশাদার প্রতিষ্ঠান, এটি রাজনৈতিক আনুগত্য দেখানোর জায়গা নয়। যোগ্যতার বদলে ব্যক্তিগত আনুগত্যের ভিত্তিতে এমন নিয়োগ- ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে।
এটি পরপর দ্বিতীয় ঘটনা। এর আগে তিনি ডেভিড জিনি-কে শাবাক (শিন বেত)-এর প্রধান করেছিলেন, তিনিও পর্যাপ্ত যোগ্যতাসম্পন্ন ছিলেন না। এবার একই পথ অনুসরণ করে মোসাদেও অনভিজ্ঞ ব্যক্তিকে বসানো হলো। মনে হচ্ছে, নেতানিয়াহু সামরিক পদমর্যাদাকে গোয়েন্দা দক্ষতার সমান মনে করছেন। কিন্তু গোফমান কখনোই গোয়েন্দা পদে কাজ করেননি, কোনো গোপন বা বিশেষ অভিযানও পরিচালনা করেননি।
সামরিক সচিব হিসেবে তিনি হয়তো কিছু মিশনের পর্যবেক্ষক ছিলেন, কিন্তু এটি প্রকৃত অভিজ্ঞতা বা দক্ষতার কাছাকাছি নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার নৈকট্য এবং সেখানে গড়ে ওঠা আনুগত্যই এই নিয়োগের মূল কারণ বলে মনে হচ্ছে; অফিসিয়াল বিবৃতিতে যে পেশাগত যুক্তি দেখানো হয়েছে, তা নয়।
এই সিদ্ধান্ত শুধু যোগ্য প্রার্থীদের প্রতি স্পষ্ট অবমাননাই নয়, বরং এটি পুরো মোসাদের ওপর নেতানিয়াহুর এক ধরনের অবিশ্বাসের ইঙ্গিত দেয়—যদিও তিনি অতীতে বহুবার সংস্থাটির প্রশংসা করেছেন। মোসাদ সদর দপ্তরে উচ্চপদস্থ থেকে নিম্নস্তরের কর্মকর্তা—সবাই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ।#
পার্সটুডে/এমএআর/১৩