হিজবুল্লাহ প্রধানের সাথে সাক্ষাৎ করলেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী 
https://parstoday.ir/bn/news/event-i147484-হিজবুল্লাহ_প্রধানের_সাথে_সাক্ষাৎ_করলেন_ইরানের_স্পিকার_ও_পররাষ্ট্রমন্ত্রী
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৪৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহ প্রধানের সাথে সাক্ষাৎ করলেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী 

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।  

লেবাননের আল-মানার টেলিভিশন গতকাল (বুধবার) জানিয়েছে, লেবানন ছাড়ার আগে কলিবফ এবং আব্বাস আরাকচি শেখ নাঈম কাসেমের সাথে সাক্ষাৎ করেন। লেবাননের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ইরানি কর্মকর্তারা এবং হিজবুল্লাহ নেতা লেবানন ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাকের কলিবফ এবং আব্বাস আরাকচি লেবানন গিয়েছিলেন। গত রোববার এই দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন