স্মোট্রিচের আহ্বান
‘সমস্ত বন্দি মুক্ত না হওয়া পর্যন্ত গাজায় দোযখের দরজা খুলে দিন’
-
যুদ্ধবিধ্বস্ত গাজায় ইফতারের আয়োজন
দখলদার ইসরাইলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, গাজা উপত্যকা থেকে যতক্ষণ পর্যন্ত সমস্ত ইসরাইলি বন্দিকে মুক্ত করা এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা না হবে ততক্ষণ পর্যন্ত অবরুদ্ধ এই ভূখণ্ডে তীব্র আগ্রাসনের মাধ্যমে দোজখের দরজা খুলে দিতে হবে।
গতকাল (রোববার) ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এই আহ্বান জানান তিনি। গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণের প্রবেশ বন্ধ করে দেয়ার বিষয়ে নেতানিয়াহু যে সিদ্ধান্ত নিয়েছেন তাকেও স্বাগত জানান বেজালেল স্মোট্রিচ।
নেতানিয়াহুর সিদ্ধান্তকে তিনি সঠিক পদক্ষেপ বলে মন্তব্য করেন। তিনি সুস্পষ্টভাবে বলেন, গাজায় সব ধরনের ত্রাণ সহযোগিতার প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে এবং হামাসকে পুরোপুরি নির্মূল করতে হবে। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত বন্দি নিরাপদে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর রাখতে হবে।”
গতকাল ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী গাজায় সব ধরনের ত্রাণ সহযোগিতার প্রবেশ বন্ধ করে দিয়েছেন। প্রথম পর্বের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে হামাস রাজি না হওয়ায় নেতানিয়াহু ক্ষুব্ধ হয়ে এই ব্যবস্থা নেন।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৩