সংসদ সদস্য হাসান ফাজলাল্লাহর মন্তব্য
‘লেবানন সরকারকে প্রমাণ দিতে হবে দখলদার ইসরাইলকে বহিষ্কারে সক্ষম’
-
হাসান ফাজলাল্লাহ
লেবাননের সংসদ সদস্য হাসান ফাজলাল্লাহ বলেছেন, সরকারকে দখলদার ইসরাইলি বাহিনীকে বিতাড়িত করার এবং আরব দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষমতা প্রদর্শন করতে হবে।
হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ৬০ দিনের সময়সীমা অতিক্রম করে ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে থাকতে চায় বলে ইহুদিবাদী ইসরাইল ঘোষণা দেয়ার পর লেবাননের সংসদ সদস্য এই মন্তব্য করলেন।
ফাজলাল্লাহ বলেন, "হিজবুল্লাহ রাষ্ট্রকে তার দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে, তবে তাদের অবশ্যই দখল থেকে বের করে দেয়ার, আরো আক্রমণ প্রতিরোধ, বন্দীদের মুক্তি, পুনর্নির্মাণ এবং সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষমতা প্রদর্শন করতে হবে।"
তিনি বলেন, "সত্যিকারের দেশপ্রেম এবং লেবাননের প্রতি আনুগত্য দক্ষিণ লেবাননের পবিত্র উদ্দেশ্যের প্রতি প্রতিশ্রুতির মধ্যদিয়েই প্রতিফলিত হয়।"
ফাজলাল্লাহ আরো বলেন, লেবানন সরকারের চলমান ইসরাইলি আক্রমণগুলোকে স্বীকার করার সময় এসেছে, যা দক্ষিণ সীমান্ত থেকে বেকা উপত্যকার সবচেয়ে দূরবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত।
লেবানন সরকারকে উদ্দেশ করে এ সংসদ সদস্য বলেন, "তারা কি বুঝতে পারেনি যে, আমাদের সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় পরিচয় ক্ষুন্ন করা হচ্ছে?"
ফাজলাল্লাহ আরো বলেন, দক্ষিণ লেবানন তার শহর ও গ্রামে যেকোন কর্মকর্তাকে স্বাগত জানায়।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।