আরব নেতাদের গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রত্যাখ্যান করল আমেরিকা-ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i147728-আরব_নেতাদের_গাজা_পুনর্গঠন_পরিকল্পনা_প্রত্যাখ্যান_করল_আমেরিকা_ইসরাইল
যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। গাজার দখল প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানে অটল রয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৬, ২০২৫ ১০:৩৩ Asia/Dhaka
  • আরব নেতাদের গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রত্যাখ্যান করল আমেরিকা-ইসরাইল

যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। গাজার দখল প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানে অটল রয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

মঙ্গলবার রাতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউস এক বিবৃতিতে বলেন, আরব নেতাদের বর্তমান প্রস্তাবে গাজার বাস্তবতাকে আমলে নেয়া হয়নি। বর্তমানে গাজা বসবাসের অনুপযোগী। ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমা এবং গোলা থাকায় সেখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়।

ব্রায়ান হিউস দাবি করেন, “হামাসমুক্ত গাজাকে পুনর্গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনায় অটল রয়েছেন। ওই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আমরা আরো আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।”

যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করতে মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোয় এক জরুরি বৈঠকে বসেন আরব নেতারা। এতে মিসরের দেয়া প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘সত্যিকার শান্তি’ প্রতিষ্ঠা সম্ভব নয়।

মিসরের দেয়া প্রস্তাবে গাজার শাসনভার অন্তর্বর্তী সরকারের হাতে হস্তান্তর করতে হামাসের প্রতি আহ্বান জানানো হয়। ফিলিস্তিন কর্তৃপক্ষ পুনর্গঠিত হওয়ার আগ পর্যন্ত শাসনভার ওই অন্তর্বর্তী সরকারের হাতে থাকবে। প্রস্তাবে আরো বলা হয়, পুনর্গঠনের জন্য গাজার প্রায় ২০ লাখ বাসিন্দাকে নিজেদের বসত-ভিটা ছাড়ার দরকার নেই।

ট্রাম্পের প্রস্তাবে গাজাবাসীকে জর্ডান ও মিসরে সরিয়ে নিতে বলা হয়েছে। ইসরাইল সমর্থিত মার্কিন প্রস্তাবে আরো বলা হয়েছে, গাজাকে পুনর্গঠিত করে মধ্যপ্রাচ্যের ‘নয়নাভিরাম পর্যটনকেন্দ্রে’ পরিণত করা হবে। উপত্যকার নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে।#

পার্সটুডে/এসআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।