ট্রাম্পকে শিক্ষা দিতে শুল্কযুদ্ধে ভারতকে পাশে পেতে মোদির প্রশংসা চীনের
(last modified Fri, 07 Mar 2025 13:20:06 GMT )
মার্চ ০৭, ২০২৫ ১৯:২০ Asia/Dhaka
  • ট্রাম্পকে শিক্ষা দিতে শুল্কযুদ্ধে ভারতকে পাশে পেতে মোদির প্রশংসা চীনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতায় আসার পর চীন, ভারতসহ কয়েকটি দেশের ওপর পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে।অস্ত্রবিহীন এই শুল্কযুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতকে পাশে পেতে চায় চীন।

আজ(শুক্রবার) নয়াদিল্লিকে এই ইস্যুতে বার্তা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, আধিপত্যবাদ ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে ভারত ও চীন উভয় দেশকে একত্রে নেতৃত্ব দিতে হবে। ফলে হাতি (ভারত) ও ড্রাগনের (চিন) নাচকে বাস্তবে পরিণত করাই একমাত্র সঠিক পথ। চীনা পররাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢালাও প্রশংসাও করেছেন।

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর শুল্কযুদ্ধের হাত থেকে বাঁচতে এশিয়ার দুই শক্তিশালী দেশের এক হওয়ার গুরুত্ব কতখানি তা চীন বুঝতে পেরেছে। সেই বিবেচনায় অতীতের জটিলতা কাটিয়ে দুই দেশ যে ইতিবাচক অগ্রগতির লক্ষ্যে কাজ করছে সেই বার্তা দিলেন চীনের বিদেশমন্ত্রী। তিনি বলেন, গত বছর এই সমস্যা মেটাতে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দুই দেশ নিজেদের যৌথ পদক্ষেপ নিয়েছে।#

পার্সটুডে/জিএআর/৭