হুমকি ও নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা নয়: ইরান
(last modified Sat, 08 Mar 2025 04:25:15 GMT )
মার্চ ০৮, ২০২৫ ১০:২৫ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে রাখবে এবং হুমকির ভাষায় কথা বলবে ততদিন ওয়াশিংটনের সঙ্গে তার দেশ সরাসরি কোনো পরমাণু আলোচনায় বসবে না।

তিনি গতকাল (শুক্রবার) জেদ্দা সফরের অবকাশে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। আরাকচি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যতিদন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও হুমকি বজায় রাখবে ততদিন আমরা দেশটির সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসব না।”

গাজা পুনঃনির্মাণের ব্যাপারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি সম্মেলনে যোগ দিতে শুক্রবার সৌদি আরবের জেদ্দা সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আবারও জোর দিয়ে বলেন, তার দেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তা বেসামরিক কাজে ব্যবহার করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

আরাকচি মার্কিন নীতি নির্ধারকদেরকে চাপ প্রয়োগ ও হুমকির ভাষায় কথা না বলে সত্যিকার ও ন্যায়সঙ্গত আলোচনায় বসার উপযুক্ত ক্ষেত্র তৈরি করার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য পাঁচ দেশ অর্থাৎ, রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের আচরণের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন।

আরাকচির এ সাক্ষাৎকার এমন সময় প্রকাশিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে চিঠি পাঠিয়েছেন এবং সে চিঠি ইরানি কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়েছে; যদিও জাতিসংঘের ইরান মিশন ওয়াশিংটনের কাছ থেকে কোনরকম চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন