ইরানের তেলমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাল তেহরান
(last modified Fri, 14 Mar 2025 10:36:55 GMT )
মার্চ ১৪, ২০২৫ ১৬:৩৬ Asia/Dhaka
  • এমটি-আরমান ১১৪ তেল ট্যাঙ্কার
    এমটি-আরমান ১১৪ তেল ট্যাঙ্কার

ইরানের তেল মন্ত্রী ও কয়েকটি তেল ট্যাংকারের ওপর মার্কিন সরকার নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এ ঘটনায় ওয়াশিংটনের ‘আইন লঙ্ঘন ও ভণ্ডামি’ সুস্পষ্টভাবে ধরা পড়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতির ব্যাপারে  মার্কিন কর্মকর্তাদের দাবিকে খণ্ডন করে এবং ইরানি জনগণের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি মার্কিন শত্রুতার প্রমাণ বহন করে।

বাকায়ি বলেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে নেশা আমেরিকাকে পেয়ে বসেছে তা আন্তর্জাতিক অঙ্গনে আইনের শাসনের পরিপন্থি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

তিনি বলেন, “অন্যান্য দেশের সাথে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময়কে ব্যাহত করার জন্য যুক্তরাষ্ট্রের শয়তানি কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মুক্ত বাণিজ্যের মৌলিক নীতি ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান মনে করে, এই ধরনের একতরফা ও অবৈধ কর্মের পরিণতি ও প্রভাবের জন্য মার্কিন সরকারকে দায়ী থাকতে হবে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪