ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এক্স বার্তা
ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেয়ার অধিকার মার্কিন সরকারের নেই
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেয়ার অধিকার মার্কিন সরকারের নেই। তিনি গতকাল (রোববার) নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে তেহরানের এ অবস্থান তুলে ধরেন।
আরাকচি বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর থেকে এদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ওপর কর্তৃত্ব হারিয়েছে আমেরিকা। ওই বিপ্লবের মাধ্যমে ইরানের মার্কিন তাবেদার শাহ সরকার জনরোষের মুখে ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্স পাস্টে আরো বলেন, “ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেয়ার কোনো ক্ষমতা মার্কিন সরকারকে দেয়া হয়নি। ওই ক্ষমতা ১৯৭৯ সালে শেষ হয়ে গেছে।”
তিনি গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদ ও গণহত্যার প্রতি মার্কিন সমর্থনের তীব্র নিন্দা জানান। আরাকচি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সরকার ইসরাইলকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়ে গণহত্যায় সহযোগিতা করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেন প্রশাসন একটি গণহত্যাকারী সরকারকে দুই হাজার ৩০০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে। গাজায় ৬০ হাজারের বেশি আদম সন্তান নিহত হয়েছেন যার পূর্ণ দায়িত্ব আমেরিকার ওপর বর্তায়।
তিনি তেল আবিবের গণহত্যাকারীদের প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য মার্কিন নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান। আরাকচি বলেন, “ইসরাইলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন। ইয়েমেনি জনগণকে হত্যা করা থেকে বিরত থাকুন।”#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৭