মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে হামলা প্রতিশোধমূলক হামলা চালাল ইয়েমেন
(last modified Mon, 17 Mar 2025 04:07:03 GMT )
মার্চ ১৭, ২০২৫ ১০:০৭ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে হামলা প্রতিশোধমূলক হামলা চালাল ইয়েমেন

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান ও এর সহযোগী জাহাজগুলোর বিরুদ্ধে হামলা চালিয়েছে।

শনিবার ইঙ্গো-মার্কিন যুদ্ধবিমানগুলো ইয়েমেনের রাজধানী সানাসহ আরো অন্তত দু’টি স্থানে বোমাবর্ষণ করার পর এর প্রতিশোধ নিতে রোববার এ হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার রাতে এ খবর জানিয়ে বলেন, মার্কিন নৌবাহিনীর অবস্থানগুলোতে হামলা চালানোর কাজে ১৮টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইঙ্গো-মার্কিন বাহিনী আবার ইয়েমেনে আগ্রাসন চালালে তার বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে দ্বিধা করবে না। এছাড়া, ইহুদিবাদী ইসরাইল যতদিন গাজা উপত্যকায় অবাধে মানবিক ত্রাণ প্রবেশ করতে না দেবে, ততদিন লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজগুলোর ওপর হামলা চলবে বলেও তিনি সতর্ক করে দেন। 

এর আগে শনিবার রাতে ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন অবস্থানে ৪৭ বার বোমাবর্ষণ করে। সানার পাশাপাশি বাইদা ও ধামার প্রদেশেও বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। এসব হামলায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও ৩১ বেসামরিক ব্যক্তি নিহত হয় যাদের বেশিরভাগই নারী ও শিশু।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৭