আগ্রাসীদের বিরুদ্ধে বেদনাদায়ক পদক্ষেপ গ্রহণ এখনও শুরু হয়নি: ইয়েমেন
(last modified Tue, 18 Mar 2025 05:56:54 GMT )
মার্চ ১৮, ২০২৫ ১১:৫৬ Asia/Dhaka
  • আগ্রাসীদের  বিরুদ্ধে বেদনাদায়ক পদক্ষেপ গ্রহণ এখনও শুরু হয়নি: ইয়েমেন

ইয়েমেনের একটি সূত্র ইসরাইল সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে যে ইয়েমেনের বেদনাদায়ক পাল্টা পদক্ষেপ গ্রহণ এখনও শুরু হয়নি এবং মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তারা সেটা দেখবে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের একটি সূত্র আল-মায়াদিন চ্যানেলকে জানিয়েছে যে শত্রু ইসরালি জাহাজ ছাড়া সমস্ত জাহাজ লোহিত সাগরে ভ্রমণের জন্য নিরাপদ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও বলেছে,গাজায় মানবিক সাহায্য না পৌঁছানো পর্যন্ত ইয়েমেন থামবে না এবং শত্রুদের বুঝতে হবে উস্কানিমূলক মন্তব্য  বা কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা উচিত।  

এই ইয়েমেনি সূত্রটি আরও জানিয়েছে যে গাজার উপর অবরোধ অব্যাহত থাকায় ইয়েমেন নতুন সামরিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে।

এই ইয়েমেনি সূত্র জোর দিয়ে বলেছে: সানা সরকার তার ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যেতে দেবে না এবং এর বিরুদ্ধে শক্তভাবে লড়াই করবে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে উত্তর লোহিত সাগরে অবস্থিত আমেরিকান বিমানবাহী রণতরী "হ্যারি ট্রুম্যান" দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র ঘোষণা করেছেন যে একটি মার্কিন ডেস্ট্রয়ারে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

ইয়াহিয়া সারি জানান, গত ৪৮ ঘন্টার মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মতো বিমানবাহী রণতরী "হ্যারি ট্রুম্যান" লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা সেদেশের বিরুদ্ধে একটি বড়সড় বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে এবং মার্কিন যুদ্ধজাহাজগুলো উত্তর লোহিত সাগরের দিকে পিছু হটেছে।

সানা জোর দিয়ে বলেছে লোহিত সাগরে ব্যাপক ভিত্তিক সংঘাত বিস্তৃতির সমস্ত পরিণতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী থাকবে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী সতর্ক করে দিয়েছে যে দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়বে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।ৃৃ