তুরস্ক: নির্বাচনের আগে এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামওগ্লু গ্রেফতার
(last modified Thu, 20 Mar 2025 08:55:13 GMT )
মার্চ ২০, ২০২৫ ১৪:৫৫ Asia/Dhaka
  • তুরস্ক: নির্বাচনের আগে এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামওগ্লু গ্রেফতার

তুরস্কে প্রেসিডেন্ট রজব তাইয়্যেদ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুল শহরের মেয়র একরাম ইমামোগ্লুকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারের প্রতিবাদে তুরস্কের এই বৃহত্তম নগরীতে বিক্ষোভ হয়েছে।

বুধবার ইস্তাম্বুলের পুলিশ সদর দপ্তরের বাইরে শত শত বিক্ষোভকারী মেয়রের সমর্থনে বিক্ষোভ করেন। তারা ওই দপ্তরে আটক মেয়রকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

তুর্কি নিরাপত্তা বাহিনী পুলিশ সদরদপ্তরে যাওয়ার সব সড়ক বন্ধ করে দেয়া সত্ত্বেও শত শত বিক্ষোভকারী সেখানে পৌঁছাতে সক্ষম হন। পরে দাঙ্গা পুলিশ মোতায়েন করে এবং জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। ইমামওগ্লুকে আটকের পর ইস্তাম্বুলের গভর্নরের দপ্তর নগরীতে সব ধরনের মিছিল, মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে।

বিক্ষোভকারীরা ইস্তাম্বুলের মেয়রের আটকের ঘটনাকে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। তুরস্কের বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির নেতা ইমামওগ্লু আর মাত্র কয়েকদিন পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেবেন বলে ধারনা করা হচ্ছিল। তার আগেই তাকে আটক করা হলো।

ইমামওগ্লুর বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহযোগিতা করার অভিযোগ আনা হতে পারে। তিনি সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট এরদোগান ও তার সরকারের কর্মকাণ্ডের প্রচণ্ড সমালোচনা করে বক্তব্য রাখছিলেন। তিনি বলেছেন, সরকারের চাপের মুখে নতিস্বীকার করবেন না।

২০১৯ সালের নির্বাচনে ইমামওগ্লু ইস্তাম্বুলের মেয়র নির্বাচন হয়েছিলেন। ১৯৯৪ সাল থেকে ওই নগরীর ওপর ক্ষমতাসীন একে পার্টির একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু ইমামওগ্লুর বিজয়ের মধ্যদিয়ে ২৫ বছরের সে আধিপত্যের অবসান হয় এবং তিনি প্রেসিডেন্ট এরদোগানের জন্য সমূহ বিপদ হিসেবে আবির্ভূত হন। সেই বিপদ যাতে ষোলকলায় পূর্ণ হতে না পারে সেজন্য প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী এই মেয়রকে আগেভাগেই জেলখানায় পাঠানো হলো। #

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।