মার্কিন শুল্ক ইস্যুতে উচ্চপর্যায়ের বিশেষ বৈঠক: দুই সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার
https://parstoday.ir/bn/news/event-i148442-মার্কিন_শুল্ক_ইস্যুতে_উচ্চপর্যায়ের_বিশেষ_বৈঠক_দুই_সিদ্ধান্ত_নিল_অন্তর্বর্তী_সরকার
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ করায় দেশটিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি পাঠানো হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০২৫ ১৯:২৯ Asia/Dhaka
  • প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ করায় দেশটিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি পাঠানো হবে।

আজ (রোববার) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একটি বিশেষ বৈঠকের পরে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে উপস্থিত ছিলেন-পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চেয়ারম্যান আশিক চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক, ফারুক হাসান, বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকের পর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, দুটি চিঠির একটি পাঠাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠিটি দেবেন। অপর চিঠিটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অফিসে (ইউএসটিআর) পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
প্রেস সচিব আরও জানান, চিঠিতে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি সহজ করার জন্য কী কী পদক্ষেপ নিয়েছে ও নেবে এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সহজ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে-তার কৌশলগুলো তুলে ধরা হবে।#

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।