ইসরাইলি লক্ষ্যবস্তুতে ইয়েমেনের হামলা
ইয়েমেনের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল মার্কিন এফ/এ-১৮ যুদ্ধবিমান
-
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান
ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান এবং এর এসকর্টদের বিরুদ্ধে দুটি পৃথক অভিযান পরিচালনা করেছে এবং ইসরাইলের গভীরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনি নৌ ও বিমান বাহিনীর ইউনিটগুলো মার্কিন নৌবাহিনীর নিমিৎজ-শ্রেণীর জাহাজ এবং অন্যান্য যুদ্ধজাহাজের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে কয়েকটি দেশীয় ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এই হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান এবং এর এসকর্টরা উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয়।
সারিয়ি বলেন, ইয়েমেনির রাজধানী সানা এবং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সা'দাতে একটি আফ্রিকান অভিবাসী আশ্রয় কেন্দ্রে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
সারিয়ি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ না হলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত ও আরব সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং সমস্ত শত্রুভাবাপন্ন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এছাড়াও, ইয়েমেনি ড্রোন ইউনিটগুলো দখলকৃত ভূমির দক্ষিণ দিকের আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানে দেশীয়ভাবে তৈরি উন্নত ইয়াফা ড্রোন ব্যবহার করে আক্রমণ করেছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে বলে সারিয়ি উল্লেখ করেন।

এদিকে, মার্কিন নৌবাহিনী গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে যে, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে ডুবে গেছে।
এ ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছেন জানিয়ে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, রণতরীর যুদ্ধবিমান রাখার স্থানে এফ/এ-১৮ বিমানটি টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ক্রু যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যুদ্ধবিমান ও সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর দুটিই সাগরে পড়ে যায়।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি বড় ধরনের একটি বাঁক নিয়েছিল। তখন যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়।
আরেকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমানটি ডুবে গেছে। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, একেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমানের দাম ছয় কোটি ডলারের বেশি।
এর আগে গত ডিসেম্বরে ইউএসএস ট্রুম্যানের আরেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমানকে ‘ভুলবশত’ ভূপাতিত করে লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস গেটিসবার্গ। ওই ঘটনায় দুই পাইটলই নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
অন্যদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মধ্য মার্চ থেকে সাতটি এমকিউ-৯ র্যাপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিটি ড্রোনের দাম তিন কোটি ডলার।#
পার্সটুডে/এমএআর/৩০