'আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি’
(last modified Fri, 11 Jul 2025 13:14:50 GMT )
জুলাই ১১, ২০২৫ ১৯:১৪ Asia/Dhaka
  • 'আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি’

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি রাজনৈতিক দল কোটি কোটি মানুষের কথা বলে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে, আপনাদের কত কোটি মানুষ আছে। অথচ আমাদের ডাকে আবাবিল পাখির মতো সব মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছিল। আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি। ইনসাফ, ন্যায় থাকলে একজন মানুষও লাখো মানুষের সমান হয়ে উঠতে পারে।’

আজ (শুক্রবার) বিকেলে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ আবার সেই অন্ধকারেই চলে যাবে। কিন্তু এনসিপি সেই অন্ধকার আসতে দেবে না। আমরা ইনসাফভিত্তিক ন্যায়ের অর্থনীতি ও বাংলাদেশপন্থি রাজনীতি গড়ে তুলব।

নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘দেশের সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’ তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশনে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে। আমরা চাই, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। মেধা–যোগ্যতার ভিত্তিতে তাদের পদোন্নতি হবে। সেনাবাহিনী দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করবে। আমরা চাই না, সেনাবাহিনী, ডিজিএফআইয়ের কোনো অফিসার গুমের সঙ্গে জড়িত থাকুক। আমরা ইনসাফভিত্তিক দায় ও দরদের রাষ্ট্র গড়ে তুলতে চাই।

এর আগে শহরের রেলগেট এলাকার মডেল মসজিদে জুমার নামাজ শেষে নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। এ সময় স্লোগানে স্লোগানে রাজপথ মুখর হয়ে ওঠে। কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হয়। পরে সেখানে পথসভা হয়।#

পার্সটুডে/জিএআর/১১