লোহিত সাগর ও ইয়েমেন সম্পর্কে মার্কিন 'ভিত্তিহীন' দাবি প্রত্যাখ্যান করলো ইরান
-
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি
পার্সটুডে: জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি ইয়েমেন এবং লোহিত সাগর পরিস্থিতি নিয়ে আমেরিকার সাম্প্রতিক ইরান-বিরোধী অভিযোগগুলোকে 'ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে তিনি ইয়েমেনে মার্কিন সামরিক সম্পৃক্ততার তীব্র নিন্দা জানিয়েছেন।
প্রেসিটিভি'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে আমির সাইদ ইরাভানি বলেছেন, মার্কিন প্রতিনিধি কর্তৃক উত্থাপিত ইরান বিরোধী ভিত্তিহীন অভিযোগগুলোকে তেহরান 'স্পষ্টভাবে' প্রত্যাখ্যান করছে। ৯ জুলাই এবং ১৫ জুলাই যথাক্রমে 'মধ্যপ্রাচ্য পরিস্থিতি' এবং 'আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণ' শীর্ষক এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই ভিত্তিহীন অভিযোগগুলো উত্থাপন করা হয়েছিল।
'ইরান নিরাপত্তা পরিষদের ২২১৬ নম্বর প্রস্তাব (২০১৫) লঙ্ঘন করছে বলে যে দাবি উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অপ্রমাণিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণ বর্জিত' বলেও তিনি উল্লেখ করেন।
২০১৫ সালের এপ্রিলে, নিরাপত্তা পরিষদ ইয়েমেন সম্পর্কে ২২১৬ নম্বর রেজুলিউশন পাশ করেছিল। ওই প্রস্তাবের কারণে ইয়েমেনের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে এবং অভিযোগকারীদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সমস্ত ইয়েমেনি পক্ষকে সহিংসতা বন্ধ করতে এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য হুমকিস্বরূপ একতরফা পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক রীতিনীতিসহ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইরাভানি আরও বলেন, ইয়েমেনি-নেতৃত্বাধীন শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়াকে ইরান সমর্থন দিচ্ছে।
ইরাভানি আরও বলেন: এটা অত্যন্ত দুঃখজনক যে ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা রয়েছে। ইয়েমেনসহ সমগ্র অঞ্চলে ইসরাইলি আগ্রাসনকে সমর্থন দেওয়ার পাশাপাশি নিজেদের অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে মনোযোগ সরিয়ে নিতে আমেরিকা নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্মকে ব্যবহার করছে বলেও ইরানি এই কূটনীতিক মন্তব্য করেন।#
পার্সটুডে/এনএম/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।