অবৈধভাবে ৬০ কোটি টাকার সম্পদ অর্জন: জয়ের বিরুদ্ধে মামলা করল দুদক
https://parstoday.ir/bn/news/event-i151168-অবৈধভাবে_৬০_কোটি_টাকার_সম্পদ_অর্জন_জয়ের_বিরুদ্ধে_মামলা_করল_দুদক
অবৈধভাবে ৬০ কোটি টাকার সম্পদ এবং ৫৭ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৪, ২০২৫ ১৮:৩৯ Asia/Dhaka
  • সজীব ওয়াজেদ জয়
    সজীব ওয়াজেদ জয়

অবৈধভাবে ৬০ কোটি টাকার সম্পদ এবং ৫৭ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

 আজ (বৃহস্পতিবার) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্ট সজিব আহমেদ ওয়াজেদের নামে সর্বমোট ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা অবৈধভাবে অর্জন ও হুন্ডি বা অন্য মাধ্যমে অর্থ পাচার করে আমেরিকাতে দুটি বাড়ি ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকায় ক্রয় এবং তিনি নিজ নামে মোট ২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা সন্দেহজনক লেনদেন করে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এর শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা, এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ। পরে এ বিষয়ে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত ১১ মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাসহ পরিবারের চার সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেয় আদালত। ওই সময় দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা ও তার বোন ছাড়াও সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদেরও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।#

পার্সটুডে/এমএআর/১৪