ইহুদিবাদী ইসরাইল অব্যাহত হামলা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে চ্যালেঞ্জ জানাচ্ছে: লেবাননের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i151686-ইহুদিবাদী_ইসরাইল_অব্যাহত_হামলা_চালিয়ে_আন্তর্জাতিক_সম্প্রদায়কে_চ্যালেঞ্জ_জানাচ্ছে_লেবাননের_প্রেসিডেন্ট
পার্সটুডে-লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর স্থাপনার কাছাকাছি একটি এলাকায় ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।
(last modified 2025-09-04T13:19:06+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৫ ১৯:১৫ Asia/Dhaka
  • লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন
    লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন

পার্সটুডে-লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর স্থাপনার কাছাকাছি একটি এলাকায় ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।

তিনি ঘোষণা করেছেন দেশটির ওপর আক্রমণ অব্যাহত রেখে ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে চ্যালেঞ্জ জানাচ্ছে।

আজ (বৃহস্পতিবার) লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন গতকাল (বুধবার) ইহুদিবাদী ইসরাইলি ড্রোন হামলার শিকার আন্তর্জাতিক সেনাদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (UNIFIL) কমান্ডার দেওদাতো আবানিয়ারার সাথে ফোনে কথা বলেন। আউন জোর দিয়ে বলেন: লেবানন এই হামলার নিন্দা জানায়, বিশেষ করে ইহুদিবাদী ইসরাইলের সাথে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর এ ধরনের হামলাকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।

লেবাননের প্রেসিডেন্ট আরও বলেন: এ ধরনের হামলা আবারও প্রমাণ করলো ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে চ্যালেঞ্জ জানাচ্ছে। কয়েকদিন আগে, আন্তর্জাতিক সম্প্রদায় লেবাননের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার এবং দক্ষিণ লেবাননে তাদের দখলকৃত এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পাশাপাশি লেবাননের বন্দীদের ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ১৭০১ নম্বর রেজোলিউশনের পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।