ইসরায়েলের 'উন্মাদনা' মোকাবেলায় মুসলমানদের অবশ্যই দৃঢ় অবস্থান নিতে হবে: আলী লারিজানি
https://parstoday.ir/bn/news/event-i151958-ইসরায়েলের_'উন্মাদনা'_মোকাবেলায়_মুসলমানদের_অবশ্যই_দৃঢ়_অবস্থান_নিতে_হবে_আলী_লারিজানি
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসক গোষ্ঠীর "উন্মাদনা" বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে একটি যৌথ অপারেশন সদর দপ্তর গঠন করতে হবে।
(last modified 2025-09-14T12:36:23+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২০:৪৬ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি
    ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসক গোষ্ঠীর "উন্মাদনা" বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে একটি যৌথ অপারেশন সদর দপ্তর গঠন করতে হবে।

শনিবার তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত এই অবৈধ শাসক গোষ্ঠীর রক্ষককে চিন্তিত করার জন্য যথেষ্ট হবে যা স্পষ্টতই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে। তিনি আরো বলেন যে এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্টকে "বিশ্ব শান্তি আনার" এবং "নোবেল পুরষ্কার" দেওয়ার অজুহাতে ইসরায়েলের দিকে তার নির্দেশাবলী অবিলম্বে স্থানান্তর করতে বাধ্য করবে!

লারিজানি জোর দিয়ে বলেছেন যে মুসলিম দেশগুলো ফিলিস্তিনের ক্ষুধার্ত ও নির্যাতিত মুসলমানদের জন্য এখনো পর্যন্ত কিছুই করেনি এবং তাদের নিজেদের ধ্বংস এড়াতে অন্তত একটি বিনয়ী সিদ্ধান্ত নিতে হবে।

সর্বোচ্চ পরিষদের সচিব কাতারের রাজধানীতে সাম্প্রতিক ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য দোহায় আসন্ন জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের দিকেও ইঙ্গিত করে সতর্ক করে দিয়েছেন যে পদক্ষেপ না নিলে এই ধরনের বৈঠক আসলে ইসরায়েলকে আরও আগ্রাসন চালানোর জন্য একটি নতুন আদেশ জারি করার সমতুল্য।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের লক্ষ্য করে সম্প্রতি ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় কাতার শনিবার নিশ্চিত করেছে যে সোমবার তারা একটি জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে।#

পার্সটুডে/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।