কংগ্রেসকে 'দেশদ্রোহী' বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i151976-কংগ্রেসকে_'দেশদ্রোহী'_বলে_তোপ_দাগলেন_প্রধানমন্ত্রী
ভারতের অসম সফরে গিয়ে কংগ্রেসকে ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কড়া ভাষায় বললেন, কংগ্রেস দেশের সেনাকে সমর্থন করার পরিবর্তে পাকিস্তানী সন্ত্রাসীদের সমর্থন করে। তাদের জন্যই আশকারা পাচ্ছে অনুপ্রবেশকারীরা। এরাই ঢাল হয়ে অনুপ্রবেশকারীদের রক্ষা করছে।
(last modified 2025-09-14T11:48:12+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১৭:৪৪ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের অসম সফরে গিয়ে কংগ্রেসকে ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কড়া ভাষায় বললেন, কংগ্রেস দেশের সেনাকে সমর্থন করার পরিবর্তে পাকিস্তানী সন্ত্রাসীদের সমর্থন করে। তাদের জন্যই আশকারা পাচ্ছে অনুপ্রবেশকারীরা। এরাই ঢাল হয়ে অনুপ্রবেশকারীদের রক্ষা করছে।

মণিপুর সফর সেরে আজ রোববার অসমের দারং জেলায় এক জনসভায় মোদি বলেন, 'বিজেপি অনুপ্রবেশকারীদের জমি দখল ও জনবিন্যাস নষ্ট করার ষড়যন্ত্র ব্যর্থ করতে সচেষ্ট। কিন্তু কংগ্রেস অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তা হয়ে উঠেছে। এরা ভারতের বীর সেনাকে সমর্থন করার পরিবর্তে পাকিস্তান সন্ত্রাসবাদীদের সমর্থন করছে।” শুধু তাই নয় অনুপ্রবেশকারীদের তাড়াতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রশংসা করে বলেন, 'অবৈধভাবে দখল করা জমি থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো ও সেই ভূখণ্ডে কৃষকদের চাষবাসের সুযোগ করে দেওয়া এক উল্লেখযোগ্য পদক্ষেপ।'

কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 'কয়েক দশক অসম শাসন করেছে কংগ্রেস। কিন্তু ব্রহ্মপুত্র নদীতে মাত্র ৩টি ব্রিজ তৈরি করেছে। অথচ বিজেপি সরকার আসার পর গত ১০ বছরে এমন ৬টি ব্রিজ তৈরি করেছি আমরা।” অসমের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করে মোদি আরও বলেন, 'বর্তমানে ভারত বিশ্বের মধ্যে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এই আর্থিক উন্নতির জোয়ারে অসমের অবদান ১৩ শতাংশ। এটা সম্ভব হয়েছে ডবল ইঞ্জিন সরকারের দৌলতে। বিকশিত ভারতের যে স্বপ্ন আমরা দেখছি সেখানে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ভূমিকা পালন করছে।'

উল্লেখ্য, আগামী বছর অসমে বিধানসভা নির্বাচন। তার আগে এই রাজ্য বিজেপির অন্যতম দৃষ্টি অসমের দিকে। তবে ২০২৬-এর নির্বাচনে অসমে বিজেপির বিজেপির প্রধান মাথাব্যাথা কংগ্রেস। অসমের অন্যতম শক্তিশালী দল এআইইউডিএফ এবার দুর্বল। রাজ্যের প্রায় ৪০ শতাংশ মুসলিম ভোটের একটি বড় অংশ ছিল এই দলে পক্ষে। এদিকে হিমন্তের উগ্র হিন্দুত্ববাদ এই ভোটকে এবার কংগ্রেসমুখী করবে বলে আশা করছে। এই অবস্থায় হিন্দু ভোটকে একাট্টা করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। সেই সুবাদে অসমে কংগ্রেসকে আক্রমণ করতে কমতি করছেন না প্রধানমন্ত্রী মোদি।#

পার্সটুডে/জিএআর/১৪