মোদি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর
https://parstoday.ir/bn/news/event-i152142-মোদি_সরকারের_বিরুদ্ধে_ভোট_চুরির_অভিযোগ_রাহুল_গান্ধীর
ভারতের লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে আবারও ভোট চুরির অভিযোগ করেছেন। আজ (শুক্রবার) সমাজমাধ্যমে একাধিক পোস্ট করে নিজের অভিযোগের ‘প্রমাণ’ দিয়েছেন তিনি।
(last modified 2025-09-20T10:09:33+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ২০:৩১ Asia/Dhaka
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী
    কংগ্রেস নেতা রাহুল গান্ধী

ভারতের লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে আবারও ভোট চুরির অভিযোগ করেছেন। আজ (শুক্রবার) সমাজমাধ্যমে একাধিক পোস্ট করে নিজের অভিযোগের ‘প্রমাণ’ দিয়েছেন তিনি।

রাহুলের দাবি, ভোর ৪টের সময় দু’টি নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে! কেউ এক জন মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেন রাহুল।

বৃহস্পতিবার এক অনুষ্ঠান থেকে ‘ভোটচুরি’র একের পর এক অভিযোগ করেন রাহুল। সেই অনুষ্ঠানের একটি ছোট্ট ভিডিয়ো শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন তিনি। কটাক্ষের সুরে রাহুল বলেন, ‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠুন, ৩৬ সেকেন্ডের মধ্যে দু’জন ভোটারের নাম বাদ দিন, আবার ঘুমিয়ে পড়ুন- এ ভবেই ভোটচুরির ঘটনা ঘটে।’ কংগ্রেস নেতার অভিযোগ, নির্বাচন তদারককারীরা চুরির দিকে সজাগ দৃষ্টি রেখেছেন এবং চোরেদের রক্ষা করেছেন!

বৃহস্পতিবার রাহুল অভিযোগ করেন, কেন্দ্রীয়ভাবে সফ্‌টঅয়্যার ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। রাহুল বলেন, “অলন্দ কর্নাটকের একটি লোকসভা কেন্দ্র। কেউ কেউ ৬০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা করেছেন। আমরা জানি না ২০২৩ সালের ভোটে (কর্নাটকের বিধানসভা নির্বাচন) ঠিক কত জনের নাম বাদ গিয়েছে। কিন্তু সংখ্যাটা অবশ্যই ৬০১৮-র বেশি হবে।”

মঞ্চের পিছনে থাকা স্ক্রিনে কয়েকটি ফোন নম্বর তুলে ধরে রাহুল দাবি করেন, বিভিন্ন রাজ্য থেকে ফর্ম পূরণ করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। কীভাবে ওই নম্বরগুলি থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দেওয়া সম্ভব হল, সেই প্রশ্ন তোলেন রাহুল।

শুধু ‘ভোটচুরি’র অভিযোগ নয়, কীভাবে প্রতিকার সম্ভব, তা-ও জানিয়েছেন রাহুল। শুক্রবার আরও একটি পোস্টে কংগ্রেস নেতা বলেন, ‘ভোটচুরি’ রুখতে এগিয়ে আসতে হবে ভারতের তরুণ প্রজন্মকে (জেন-জ়ি)। রাহুল  আশাপ্রকাশ করে বলেন, একমাত্র তরুণ প্রজন্মই গণতন্ত্র রক্ষা করতে পারেন। কংগ্রেস নেতা বলেন, ‘দেশের যুবসমাজ, ছাত্রছাত্রী এবং জেন-জ়িরাই সংবিধান রক্ষা করবেন, গণতন্ত্র রক্ষা করবেন এবং ভোটচুরি বন্ধ করবেন। আমি সবসময় তাদের পাশে থাকব।’#

পার্সটুডে/জিএআর/১৯