আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক: শারমুশ-শেখ থেকে হামাস
-
হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আন-নুনু
মিশরের শারমুশ-শেখ থেকে হামাসের রাজনৈতিক কার্যালয় প্রধানের মিডিয়া উপদেষ্টা বলেছেন: হামাস প্রতিনিধিদল কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন এবং ইতিবাচক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির সাথে চুক্তিটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়েছে।
তাহের আন-নুনু বলেছেন মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে যে-কোনো বাধা দূর করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন এবং সকলের মাঝে আশাবাদী মনোভাব রয়েছে।
তিনি আরও বলেন: যুদ্ধ শেষ করার প্রক্রিয়া এবং গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনী প্রত্যাহারসহ বন্দীদের বিনিময়ের উপর আলোচনা কেন্দ্রীভূত ছিল।
তাহের আন-নুনুর মতে, সংখ্যা অনুসারে মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকা আজ বিনিময় করা হয়েছে।
ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি আলোচনা সোমবার শারমুশ-শেখে শুরু হয়ে আজও অব্যাহত রয়েছে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, মিশরের শারমুশ-শেখ শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ হুইটকফ এবং জ্যারেড কুশনারের আগমনের খবর পাওয়া গেছে। তারা হামাস আন্দোলন এবং ইসরাইলিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দী বিনিময়ের ব্যাপারে পরোক্ষ আলোচনায় যোগ দেবেন।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।