ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের নিন্দা জানালো ইরান
-
ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের নিন্দা জানালো ইরান
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার ভেনিজুয়েলার উপকূলের কাছে মার্কিন সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ভেনিজুয়েলার উপকূলের কাছে মার্কিন সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে মাছ ধরার নৌকার ওপর বারবার আক্রমণ এবং কারাকাসের বিরুদ্ধে বল প্রয়োগসহ সামরিক হস্তক্ষেপের স্পষ্ট হুমকি, জাতিসংঘ সনদের মৌলিক নীতি ও উদ্দেশ্যের সুস্পষ্ট লঙ্ঘন, বিশেষ করে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে বল প্রয়োগ নিষিদ্ধ করার নীতির স্পষ্ট লঙ্ঘন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই অবৈধ এবং উস্কানিমূলক মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে যে-কোনো আগ্রাসন প্রতিরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্বের কথাও উল্লেখ করেছেন।#
পার্সটুডে/এনএম/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।