প্রথমে বিহারে ভোটার তালিকা সংশোধনে ৬৫ লক্ষ নাম বাদ পড়ে
ভারতের পশ্চিমবাংলাসহ অন্তত ১৫ রাজ্যের ভোটার তালিকা সংশোধন হতে যাচ্ছে
-
পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে যাচ্ছে
ভারতের পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে আগামীকাল সোমবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন।
সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবন সংবাদ সম্মেলনে এসআইআরের প্রথম ধাপ ঘোষণা করবে কমিশন। বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যগুলিতে ওই সংশোধনের কাজ শুরু করছে কমিশন। পশ্চিমবাংলাসহ ১০ থেকে ১৫টি রাজ্য এসআইআরের কাজ করবে নির্বাচন কমিশন। শুরুতে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে এসআইআর শুরু হচ্ছে।
ভারতে প্রথম বিহার রাজ্যে এসআইআর করে কমিশন। প্রাথমিক ভাবে সে রাজ্যে ৬৫ লক্ষ লোকের নাম বাদ পড়ে। বিহারের সময়ই কমিশন জানিয়েছিল, ধাপে ধাপে সারা দেশে ওই সংশোধনের কাজ চলবে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়।
কমিশন সূত্রের খবরে লেখা হয়েছে, সোমবার নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনের পর মঙ্গলবার থেকেই এসআইআরের কাজ শুরু হবে। আগামী ১ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসার (বিএলও)-রা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন।
প্রথমেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফ্টকপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও)-দের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তার পরে সেগুলি পাঠানো হবে ছাপার জন্য। এক জন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন। এখন পশ্চিমবাংলার ভোটার সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। অর্থাৎ, তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে।
ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পোঁছে দেবেন বিএলও-রা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অন্যটি বিএলও নিয়ে যাবেন।
কমিশন জানিয়েছে, বিহারের মতোই বর্তমানে ভোটার তালিকায় নাম রয়েছে, এমন ব্যক্তি এনুমারেশন ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা। ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্মতারিখ-সহ ৯০ শতাংশ তথ্য ফর্মে ছাপাই থাকবে।
২০০২ সালে বাংলায় শেষ বার এসআইআর হয়েছিল। কমিশনের বক্তব্য, এসআইআর করে সব ভোটারের নাম নতুনভাবে নথিভুক্ত করা হবে। ভোটার তালিকায় নিশ্চিত করা হবে একজন বৈধ ভোটারও যেন বাদ না যায় এবং একজনও অবৈধ ভোটার যেন না থাকে।#
পার্সটুডে/জিএআর/২৬