পাকিস্তানের সিনেট চেয়ারম্যানকে ইরানের সর্বোচ্চ নেতার 'ফিলিস্তিনি গণভোট' বই উপহার দিলেন কলিবফ
https://parstoday.ir/bn/news/event-i153766-পাকিস্তানের_সিনেট_চেয়ারম্যানকে_ইরানের_সর্বোচ্চ_নেতার_'ফিলিস্তিনি_গণভোট'_বই_উপহার_দিলেন_কলিবফ
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ইসলামাবাদে পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি-কে “ফিলিস্তিনি গণভোট” বইটির উর্দু অনুবাদ উপহার দিয়েছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৬, ২০২৫ ২০:৩৬ Asia/Dhaka
  • গিলানি (বামে) ও কলিবফ (ডানে)
    গিলানি (বামে) ও কলিবফ (ডানে)

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ইসলামাবাদে পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি-কে “ফিলিস্তিনি গণভোট” বইটির উর্দু অনুবাদ উপহার দিয়েছেন।

এই বইটিতে ফিলিস্তিন সংকট সমাধান সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর বক্তব্য ও প্রস্তাবনা সংকলিত হয়েছে।

আয়াতুল্লাহ খামেনেয়ী ফিলিস্তিন সমস্যা সমাধানের ন্যায়সঙ্গত ও মানবিক উপায় হিসেবে গণভোটের প্রস্তাব উপস্থাপন করেছেন। এই প্রস্তাবের মূল বিষয় হলো- ফিলিস্তিনের প্রকৃত অধিবাসীদের অংশগ্রহণে একটি সর্বজনীন গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করা। এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে নথিভুক্ত হয়েছে।

বইটিতে গণভোটকে এক “ন্যায়নিষ্ঠ, যুক্তিসঙ্গত ও সভ্য সমাধান” হিসেবে উপস্থাপন করা হয়েছে। বইটিতে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডের মূল বাসিন্দা সে মুসলমানই হোক, খ্রিস্টানই হোক কিংবা ইহুদিই হোক- গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়া, এই বইয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং ফিলিস্তিনি জাতির গণভোটের দাবি দখলদার ইসরায়েল মেনে না নেয়া পর্যন্ত সর্বাত্মক সংগ্রাম অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়েছ।  

এই উপহারের বিশেষ দিক ছিল গিফ্ট বক্সটি একটি ভোট বক্সের আকারে ডিজাইন করা হয়েছে এবং পাকিস্তানি কর্মকর্তারা এটি অত্যন্ত আগ্রহের সঙ্গে গ্রহণ করেছেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।