পদত্যাগ নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর: আসিফ মাহমুদ
https://parstoday.ir/bn/news/event-i153860-পদত্যাগ_নির্ভর_করছে_সরকারের_সিদ্ধান্তের_ওপর_আসিফ_মাহমুদ
বাংলাদেশের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৯, ২০২৫ ১৯:০৬ Asia/Dhaka
  • বাংলাদেশের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
    বাংলাদেশের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বাংলাদেশের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন।

আজ (রোববার) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 'নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব।'

ঢাকা-১০ নির্বাচনী এলাকার ভোটার হতে আজ ধানমন্ডি নির্বাচন কার্যালয়ে যান আসিফ মাহমুদ। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'কবে নাগাদ পদত্যাগ করব, এটা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।'

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, 'ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সে জায়গা থেকে নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ, ভোট যেন অপচয় না হয়। কোন আসন থেকে করব এটা চূড়ান্ত হয়নি, তবে ঢাকা থেকে করব।'

কোন দল থেকে নির্বাচন করবেন জানতে চাইলে তিনি বলেন, 'এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। তারপরে দেখা যাক।'

আরেক প্রশ্নের জবাবে বলেন, 'আমার কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কে কোন আসন ফাঁকা রাখল, সেটা আমার দেখার বিষয় না। আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে, এককভাবেই নেবো।'

ঢাক-১০ নির্বাচনী এলাকার ভোটার কেন হলেন, জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, 'সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে। যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়া।'#

পার্সটুডে/জিএআর/৯