জুনে কূটনীতির ওপর হামলার মত কায়রো চুক্তিকেও হত্যা করল পশ্চিমারা: ইরান
https://parstoday.ir/bn/news/event-i154288-জুনে_কূটনীতির_ওপর_হামলার_মত_কায়রো_চুক্তিকেও_হত্যা_করল_পশ্চিমারা_ইরান
পার্স-টুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অফ গভর্নরসের একটি নতুন প্রস্তাবের নিন্দা করে বলেছেন যে এটি তেহরানের সাথে সংস্থার কূটনীতি ও কায়রো চুক্তি উভয়কেই "হত্যা" করেছে।
(last modified 2025-11-22T12:18:04+00:00 )
নভেম্বর ২২, ২০২৫ ১৩:১৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

পার্স-টুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অফ গভর্নরসের একটি নতুন প্রস্তাবের নিন্দা করে বলেছেন যে এটি তেহরানের সাথে সংস্থার কূটনীতি ও কায়রো চুক্তি উভয়কেই "হত্যা" করেছে।

বৃহস্পতিবার ৩৫ সদস্যের বোর্ড ১৯-৩ ভোটে এই প্রস্তাবটি পাস করে, যেখানে ১২ দেশ ভোটদানে বিরত থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইউরোপীয় ত্রয়ী - ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য - ওই খসড়াটি তৈরি করে।

প্রস্তাবটিতে  ইরানকে "অবিলম্বে" তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এবং জুন মাসে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা সম্পর্কে প্রতিবেদন দেয়ার আহ্বান জানানো হয়েছে। এতে উল্লেখযোগ্যভাবে IAEA-এর সাথে ইরানের দীর্ঘস্থায়ী সহযোগিতার কোনও স্বীকৃতি উল্লেখ করা হয়নি।

শুক্রবার এক এক্স পোস্টে সাইয়েদ আব্বাস আরাকচি লিখেছেন: "জুন মাসে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যে কূটনীতির উপর আক্রমণ করেছিল, ঠিক তেমনই কায়রো চুক্তিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ই-৩'র মাধ্যমে নিহত হয়েছে।"

তিনি এই ফলাফলের দিকে পরিচালিত ঘটনাবলীর ক্রম বর্ণনা করেছেন এভাবে: "যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ষষ্ঠ দফার পারমাণবিক আলোচনার প্রাক্কালে ছিলাম, তখন হঠাৎ করেই ইরানের উপর ইসরায়েল ও তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে। "যখন ইরান পরবর্তীতে কায়রোতে আইএইএ-এর সাথে পরিদর্শন পুনরায় শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে - মিশরের মধ্যস্থতায় তখন আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে  মার্কিন বোমা হামলা সত্ত্বেও - মার্কিন চাপে ই-৩ আমাদের জনগণের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো অনুসরণ করে।

"যখন ইরান IAEA পরিদর্শকদের আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার দিতে শুরু করে - জুন মাসে বোমা হামলা হয়নি এমন স্থানগুলোতে  এই পরিদর্শনের সুযোগ দেয় - তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং E3 আইএইএ'র গভরনিং বডিতে ইরানের নিন্দা করার জন্য একত্রিত হয়েছে।"

তিনি আরও বলেন: "সকলের কাছে এটা স্পষ্ট যে ইরান এমন কোনও পক্ষ নয় যে আরেকটি সংকট তৈরি করতে চাইছে। আমাদের সদিচ্ছারও প্রশংসা করা হয় না। E3 এবং মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করছে, তাই তারা ভালো করেই জানে যে কায়রো চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি তাদের উস্কানির সরাসরি ফলাফল।"

আরাকচি বলেন যে আইএইএ মহাপরিচালকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে কায়রো চুক্তি আর বৈধ নয় এবং এটি বাতিল বলে বিবেচিত হওয়া উচিত।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন যে তেহরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) কর্তৃক গৃহীত একটি অবৈধ প্রস্তাবের বিরুদ্ধে আরও পাল্টা ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে। রাশিয়া ও চীনও কঠোর ভাষায় ইরান বিরোধী এই প্রস্তাব পাশের প্রতিবাদ জানিয়েছে।

রাশিয়া বলেছে, পাশ্চাত্য ইরানের পরমাণু বিষয়ে কূটনীতিকে অচলাবস্থার মধ্যে টেনে এনেছে।  #

পার্সটুডে/এমএএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন