অপচেষ্টার মোকাবেলায় ধর্মীয় পরিচিতি রক্ষা করেছে ইরানি তরুণেরা: ইমাম খামেনেয়ী
https://parstoday.ir/bn/news/event-i155200-অপচেষ্টার_মোকাবেলায়_ধর্মীয়_পরিচিতি_রক্ষা_করেছে_ইরানি_তরুণেরা_ইমাম_খামেনেয়ী
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যে আলী খামেনেয়ী বলেছেন, ইরানের তরুণেরা ভালো। তাদের চিন্তা-চেতনায় নানা বিষয়বস্তু ও ধারণা পৌঁছে দেওয়ার জন্য উন্নত সরঞ্জাম থাকা সত্ত্বেও তারা তাদের ধর্মীয় পরিচয় সংরক্ষণ করতে পেরেছে। এই সুযোগ-সক্ষমতাকে কাজে লাগিয়ে তরুণদের কাছে মূল্যবোধগুলো ব্যাখ্যা করতে হবে এবং শৈল্পিক উপায়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে।
(last modified 2025-12-18T10:55:10+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২৫ ২০:২২ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ খামেনেয়ী
    আয়াতুল্লাহ খামেনেয়ী

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যে আলী খামেনেয়ী বলেছেন, ইরানের তরুণেরা ভালো। তাদের চিন্তা-চেতনায় নানা বিষয়বস্তু ও ধারণা পৌঁছে দেওয়ার জন্য উন্নত সরঞ্জাম থাকা সত্ত্বেও তারা তাদের ধর্মীয় পরিচয় সংরক্ষণ করতে পেরেছে। এই সুযোগ-সক্ষমতাকে কাজে লাগিয়ে তরুণদের কাছে মূল্যবোধগুলো ব্যাখ্যা করতে হবে এবং শৈল্পিক উপায়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে।

ইরানের আলবোর্জ প্রদেশের ৫৫৮০ শহীদের স্মরণে আয়োজিত সম্মেলনের আয়োজকদের সঙ্গে সাক্ষাতে গত সোমবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এসব কথা বলেন।  

ইসলামী বিপ্লবের এই নেতা তরুণ প্রজন্মের কাছে আট বছরব্যাপী পবিত্র প্রতিরক্ষা যুগের প্রেরণা ও মূল্যবোধ পৌঁছে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং ধর্মীয় দায়িত্ববোধকে সেই সময়কার বহু মূল্যবোধ ও প্রেরণার অন্যতম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এসব প্রেরণাকে কখনোই ম্লান হতে দেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময়ের মূল্যবোধ ও প্রেরণাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে শিল্পসম্মত প্রচেষ্টা চালাতে হবে এবং এর পেছনে সব সময় সক্রিয় থাকতে হবে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, নানা সমস্যা ও কঠিন পরিস্থিতি সত্ত্বেও দেশে ইসলাম ও বিপ্লবের পথে অগ্রসর হওয়ার জন্য বহু ইতিবাচক দিক এবং উল্লেখযোগ্য প্রস্তুতি ও ক্ষেত্র বিদ্যমান রয়েছে, আর এগুলোকে আরও শক্তিশালী করতে হবে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন