ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে: ক্রেমলিন
-
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
পার্সটুডে-ক্রেমলিনের একজন মুখপাত্র মার্কিন প্রেসিডেন্টেরর বক্তব্যের সাথে সামঞ্জস্য রেখে নিশ্চিত করেছেন যে ইউক্রেন বিষয়ক শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইউক্রেনে শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়া সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সাথে মস্কো একমত কিনা; এই প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেন: হ্যাঁ, অবশ্যই একমত! ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ট্রাম্প ফ্লোরিডায় তার ইউক্রেনীয় সমপক্ষ ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাতের পর গতকাল বলেছেন: ইউক্রেনীয় প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ সন্তোষজনক হয়েছে এবং আমরা আগের চেয়েও চুক্তির কাছাকাছি রয়েছি।
গতকাল ফ্লোরিডায় ইউক্রেন বিষয়ক আলোচনা মূল্যায়ন সম্পর্কে আরেকটি প্রশ্নের জবাবে পেসকভ স্পষ্ট করে বলেন: আমরা ঠিক জানি না বৈঠকটি কেমন হয়েছে। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা এ বিষয়ে আরেক দফা ফোনালাপ করবেন বলে কথা রয়েছে যাতে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে পারি।"
ক্রেমলিনের মুখপাত্র আরও উল্লেখ করেছেন যে বর্তমানে ক্রিসমাস এবং নববর্ষের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনা হয় নি এবং গতকাল মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে ফোনালাপেও এ বিষয়টি উত্থাপিত হয় নি।
রাশিয়া এবং ইউক্রেনের নেতাদের মধ্যে যোগাযোগের বিষয়ে কিছু জল্পনা-কল্পনার জবাবে, প্রবীণ রুশ রাজনীতিবিদ জোর দিয়ে বলেছেন এই বিষয়টি নিয়ে বর্তমানে কোনও পরিকল্পনা নেই বা এজেন্ডায় নেই।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন