ট্রাম্পের অপরাধ সম্পর্কে সর্বোচ্চ নেতার বক্তব্য নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/event-i156204-ট্রাম্পের_অপরাধ_সম্পর্কে_সর্বোচ্চ_নেতার_বক্তব্য_নিয়ে_পাকিস্তানি_সংবাদমাধ্যমগুলোর_প্রতিক্রিয়া
বেশিরভাগ পাকিস্তানি সংবাদমাধ্যম ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে সৃষ্ট দাঙ্গার বিরুদ্ধে লাখ লাখ ইরানির বিক্ষোভ এবং ইরানের ঘটনার মূল অপরাধী ট্রাম্প সম্পর্কে দেয়া ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য ও এ ব্যাপারে বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৬ ১৮:৫৪ Asia/Dhaka
  • রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি
    রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি

বেশিরভাগ পাকিস্তানি সংবাদমাধ্যম ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে সৃষ্ট দাঙ্গার বিরুদ্ধে লাখ লাখ ইরানির বিক্ষোভ এবং ইরানের ঘটনার মূল অপরাধী ট্রাম্প সম্পর্কে দেয়া ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য ও এ ব্যাপারে বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে।

রবিবার ইরনার একজন প্রতিবেদক জানিয়েছেন, পাকিস্তানের জিও নিউজ ওয়েবসাইট পবিত্র মাবআস উপলক্ষে বিভিন্ন শ্রেণীর মানুষের সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য উদ্ধৃত করে লিখেছে: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন প্রধান অপরাধী এবং দাঙ্গা ও সন্ত্রাসীদের সমর্থনের জন্য দায়ী যাদের হাত ইরানি জাতির রক্তে রঞ্জিত।

জিও নিউজ যোগ করেছে: ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেছেন যে আমরা কখনই দেশকে যুদ্ধে জড়াব না, তবে সাম্প্রতিক ঘটনার অপরাধীদের এবং অপরাধীদের আইনি বিচার আমরা উপেক্ষা করব না।

এক্সপ্রেস নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন যে ইরানে সাম্প্রতিক দাঙ্গার মূলে রয়েছে আমেরিকা এবং ট্রাম্প নিজেই এই জনবিরোধী দাঙ্গার মূল অপরাধী।

এক্সপ্রেস আরও জানিয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেছেন যে সাম্প্রতিক ঘটনাগুলিতে জনগণের রক্তপাতের দায় সরাসরি মার্কিন প্রেসিডেন্টের।

রাওয়ালপিন্ডি থেকে প্রকাশিত উর্দু ভাষার জাং সংবাদপত্রটিও এক জনসমাবেশে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বক্তব্য উদ্ধৃত করে লিখেছে: ইরানের নেতা বলেছেন যে দঙ্গার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জাং সংবাদপত্র লিখেছে: ট্রাম্পকে ইরানে মানবিক ও আর্থিক ক্ষতির অপরাধী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যিনি দাঙ্গার পিছনে সরাসরি ছিলেন।

উর্দু ভাষার দৈনিক পাকিস্তান সংবাদপত্র আরও লিখেছে: ইরানের সর্বোচ্চ নেতা তার জনগণ এবং বিশ্বকে বলেছেন যে ট্রাম্প সাম্প্রতিক দাঙ্গায় জড়িত ছিলেন এবং ইরানী জাতির রক্তপাতের জন্য দায়ী।

ইসলামাবাদের আজ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি এক জনসভায় বলেছেন যে দাঙ্গাবাজদের অবশ্যই তাদের কর্মের জন্য শাস্তি দেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা এই দাঙ্গায় ইরানকে গ্রাস করার চেষ্টা করেছে, আমরা কখনই ইরানকে যুদ্ধে লিপ্ত করব না, তবে, আমরা অপরাধীদের ছাড় দেব না।

নিউজ নেটওয়ার্ক আরও জানিয়েছে: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি জোর দিয়ে বলেছেন যে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলি, যা সরাসরি পশ্চিমা হস্তক্ষেপ দ্বারা পরিচালিত হয়েছিল, ইরানের মারাত্মক ক্ষতি করেছে।

লাহোর-ভিত্তিক সংবাদপত্র নাওয়াই ওয়াক্ত, সাম্প্রতিক অস্থিরতায় ইহুদিবাদী ইসরায়েল এবং তার এজেন্টদের জড়িত থাকার শক্তিশালী প্রমাণের অস্তিত্ব সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ব্ক্তব্যের উদ্ধৃতি দিয়ে লিখেছে: ইরানের সর্বোচ্চ নেতা তেহরানে এক সমাবেশে আরও বলেছেন যে ট্রাম্প নিজেই ইরানের জনগণের রক্তপাতের জন্য প্রধান অপরাধী এবং এই আমেরিকার প্রেসিডেন্টই এই দঙ্গার জন্য প্রধান দায়ী।#

পার্সটুডে/এমআরএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।