অক্টোবর ১৭, ২০২৪ ১৩:১৮
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঝানু সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মুত্তাকী বলেছেন, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনা করেছে তা ছিল ৭৫ বছর ধরে ইহুদবাদি ইসরাইলের বর্বর আগ্রাসন, গণহত্যা ও উচ্ছেদ অপরাধের তুলনায় সামান্যতম জবাব। নরওয়ের সংসদ সদস্য ওলা বোরতেন মো’র একটি অভিযোগের জবাবে একথা বলেন মানুচেহের মুত্তাকী।