মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা ও সংহতি প্রয়োজন: আরাকচি
(last modified Thu, 17 Oct 2024 03:47:44 GMT )
অক্টোবর ১৭, ২০২৪ ০৯:৪৭ Asia/Dhaka
  • মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা ও সংহতি প্রয়োজন: আরাকচি

জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। সাক্ষাতে তিনি গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা প্রতিহত করার উদ্দেশ্যে মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা ও সংহতি প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

গাজা ও লেবাননের বাস্তুচ্যুত জনগোষ্ঠীর শোচনীয় মানবিক পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন আরাকচি। এ সময় তিনি গাজা ও দক্ষিণ লেবাননে জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর জন্য মুসলিম দেশগুলোর সমস্ত শক্তি কাজে লাগানোর আহ্বান জনান।

গাজা উপত্যকায় গত বেশ কয়েকদিন ধরে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরাইল। চারদিক দিয়ে ইসরাইলি সেনা পরিবেষ্টিত গাজার অধিবাসীদের জাতিসংঘ পরিচালিত ত্রাণবাহী ট্রাকের খাদ্যের ওপর নির্ভর করতে হয়।

সাক্ষাতে রাজা আব্দুল্লাহ পশ্চিম এশিয়া অঞ্চলে বিদ্যমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এখনই সংঘর্ষের রাশ টেনে ধরতে না পারলে যুদ্ধ আরো ছড়িয়ে পড়বে এবং নিরাপত্তাহীনতা বাড়বে। তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখার লক্ষ্যে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে জর্দানের রাজা ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায় নিয়েও আলোচনা করেন।

রাজার সঙ্গে সাক্ষাতের আগে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল-সাফাদির সঙ্গে সাক্ষাতে আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সমস্যা নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। আঞ্চলিক দেশগুলো সফরের ধারাবাহিকতায় তিনি বুধবার রাতে আম্মান থেকে মিশরের রাজধানী কায়রো পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ