বিদেশি চাপের বিরুদ্ধে ইরান-লেবানন জোটকে শক্তিশালী করতে বৈরুতে লারিজানির সফর
https://parstoday.ir/bn/news/west_asia-i151170-বিদেশি_চাপের_বিরুদ্ধে_ইরান_লেবানন_জোটকে_শক্তিশালী_করতে_বৈরুতে_লারিজানির_সফর
পার্সটুডে-লেবাননের প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের সাথে এক বৈঠকে বলেছেন যে লেবানন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সার্বভৌমত্ব এবং বন্ধুত্বের কাঠামোর মধ্যে ইরানের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক।
(last modified 2025-08-16T05:54:14+00:00 )
আগস্ট ১৪, ২০২৫ ১৮:৪৩ Asia/Dhaka
  • লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলী লারিজানি
    লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলী লারিজানি

পার্সটুডে-লেবাননের প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের সাথে এক বৈঠকে বলেছেন যে লেবানন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সার্বভৌমত্ব এবং বন্ধুত্বের কাঠামোর মধ্যে ইরানের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বুধবার লেবানন ভ্রমণ করেছেন। এই সফরের ফলে ব্যাপক এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। পার্সটুডে অনুসারে, আলী লারিজানি এই সফরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং লেবাননের সংসদের স্পিকারের সাথে দেখা এবং কথা বলেছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মাজারে গিয়ে লেবাননের জনগণের সাথেও কথা বলেছেন।

জোসেফ আউন: ইসরায়েলি হামলা সকল লেবাননের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বৈরুত সফরের সময় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে দেখা করেছেন। লেবাননের প্রেসিডেন্ট এই বৈঠকে বলেছেন যে লেবানন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সার্বভৌমত্ব এবং বন্ধুত্বের কাঠামোর মধ্যে ইরানের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক। তিনি আরো বলেন, ইসরায়েলি শত্রু বা অন্যদের যেকোনো চ্যালেঞ্জ কেবল তাদের একটি দলের জন্য নয়,সমস্ত লেবাননের জন্য একটি চ্যালেঞ্জ এবং তাদের মোকাবেলা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল লেবাননের ঐক্য।

লেবাননের পার্লামেন্ট স্পিকার: ইরান লেবাননের জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশ

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে আলী লারিজানি জোর দিয়ে বলেন যে ইরানের শক্তি জনগণের ঐক্য এবং একটি গভীর জনপ্রিয় বিপ্লব থেকে উদ্ভূত।  তিনি বলেন, "আমরা কখনই আমাদের বন্ধুদের হাতিয়ার হিসেবে দেখি না এবং আমরা বিশ্বাস করি যে প্রতিরোধের গভীর চেতনা এবং বিস্তৃত চিন্তাভাবনা রয়েছে।" লেবাননের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানির লেবানন সফর নিয়ে বিতর্ককে লেবাননের ক্ষেত্রে বিদেশী লবিদের নির্দেশের অংশ বলেও বিবেচনা করেন এবং বলেন যে ইরান লেবাননের জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশ এবং এই অঞ্চলে তার সক্রিয় অবস্থানের কারণে তা বজায় থাকবে। তিনি আরো বলেন, "হিজবুল্লাহ অদৃশ্য হয়ে যায়নি এবং লেবাননের বৃহত্তম দলগুলো মধ্যে একটি থাকবে।"

নওয়াফ সালাম: লেবানন ফিলিস্তিনকে রক্ষায় অগ্রণী

এই প্রসঙ্গে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লেবানন সফরের সময় লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সাথে সাক্ষাত ও আলোচনা করেন। সালাম বলেন: "লেবানন ফিলিস্তিনি ইস্যুকে রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ইসরায়েলের মোকাবেলায় তাকে অনেক মূল্য দিতে হয়েছে।" লেবাননের সরকার ইসরায়েলকে লেবাননের অধিকৃত অঞ্চল থেকে সরে যেতে এবং আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য রাজনৈতিক, কূটনৈতিক এবং আইনি হাতিয়ার ব্যবহার করে চলেছে।

লারিজানি: লেবাননের হিজবুল্লাহ ইসলামের জন্য সম্মান ও গর্বের উৎস

আল-মানার নেটওয়ার্ক বলেছে,  ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বুধবার বৈরুতে শহীদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর মাজারের পাশে লেবাননের জনগণের এক সমাবেশে বলেছেন,  হিজবুল্লাহকে শক্তিশালী করার জন্য শহীদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর প্রচেষ্টা ইসলামী সমাজের জন্য একটি প্রকৃত এবং স্থায়ী আন্দোলন। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, লারিজানি সমাবেশে আরো বলেন,  লেবাননের হিজবুল্লাহ আজ একটি জীবন্ত এবং টেকসই আন্দোলন যা ইসলামের জন্য সম্মান এবং গর্ব বয়ে আনে। হিজবুল্লাহ বাহিনীকে সম্বোধন করে লারিজানি বলেন: আপনারা হয়তো কারো কাছে অপছন্দের এবং এক শ্রেণী লোকদের ক্ষোভের কারণ। কিন্তু জেনে রাখুন যে এই ক্ষোভ আপনারদের গুরুত্ব এবং প্রভাবের কারণে। যদি আপনাদের আন্দোলনের কোন প্রভাব না থাকত,তাহলে তারা আপনাদের প্রতি ঘৃণা পোষণ করত না।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবকে উষ্ণ অভ্যর্থনা জানালো লেবাননের জনগণ

এদিকে,ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবকে স্বাগত জানাতে লেবাননের জনগণ বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বুধবার লেবাননে লারিজানিকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল তা বহু বছর ধরে দেশটিতে নজিরবিহীন ছিল এবং এটি লেবাননের রাজনৈতিক দৃশ্যপটে ইরানের উপস্থিতির গুরুত্ব প্রদর্শন করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সমর্থন

লারিজানির বৈরুত সফরের পর, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা, বিশেষ করে সাংবাদিক এবং শিয়ারা সমন্বিত প্রচেষ্টায় #Iran_is_a_supporter, not a guardian হ্যাশট্যাগ ট্রেন্ডিং করেছে। এই উদ্যোগটি লেবাননের প্রতিরোধের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের ক্রমবর্ধমান চাপের সরাসরি প্রতিক্রিয়া।

হিব্রু ভাষার গণমাধ্যমে লারিজানির সফরের কভারেজ

অন্যদিকে, লেবাননের রাজধানী বৈরুতে আলী লারিজানির আঞ্চলিক সফর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পাশাপাশি ইহুদিবাদী গণমাধ্যমেও এই অঞ্চলে প্রভাব বৃদ্ধি, প্রতিরোধের অক্ষকে শক্তিশালী করা এবং রাজনৈতিক ও নিরাপত্তা বার্তা পাঠানোর লক্ষ্যে একটি কৌশলগত সফর হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ ঘোষণা করেছে, "একটি সংবেদনশীল আঞ্চলিক পরিস্থিতিতে এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য বিদেশী চাপের মধ্যে লারিজানির বৈরুত সফরের দ্বৈত বার্তা রয়েছে।" মিডিয়া আউটলেটটি আরও জানিয়েছে যে প্রতিরোধের অক্ষকে শক্তিশালী করার জন্য এবং বিদেশী চাপের মুখে একটি সিদ্ধান্তমূলক অবস্থান গ্রহণের জন্য তেহরানের সমর্থন বিদেশী হস্তক্ষেপের প্রতি তেহরানের স্পষ্ট বার্তা।#

পার্সটুডে/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।