যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ; সামাজিক সহায়তা কমে যাওয়ায় প্রাণহানি বাড়ছে
https://parstoday.ir/bn/news/world-i151176
পার্সটুডে: যুক্তরাষ্ট্রে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার দরিদ্র ও গৃহহীন মানুষ। শুধু অ্যারিজোনা অঙ্গরাজ্যের মেরিকোপা শহরেই তীব্র গরমের কারণে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
(last modified 2025-08-14T14:39:33+00:00 )
আগস্ট ১৪, ২০২৫ ২০:৩৬ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহে শত শত প্রাণহানি, সবচেয়ে বিপদে গরিব ও গৃহহীনরা
    যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহে শত শত প্রাণহানি, সবচেয়ে বিপদে গরিব ও গৃহহীনরা

পার্সটুডে: যুক্তরাষ্ট্রে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার দরিদ্র ও গৃহহীন মানুষ। শুধু অ্যারিজোনা অঙ্গরাজ্যের মেরিকোপা শহরেই তীব্র গরমের কারণে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী- ২০২৫ সালের গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত মেরিকোপা শহরে ৪০০ জনের বেশি মানুষ চরম তাপদাহে প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি আগস্ট মাসটি এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মাস হিসেবে রেকর্ড করা হচ্ছে, প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৪৩°সেলসিয়াস বা তার বেশি হচ্ছে। কিছু ক্ষেত্রে তাপমাত্রা ৪৮°সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এখন পর্যন্ত, তাপজনিত কারণে ৩৫ জনের মৃত্যু (১৭টি সরাসরি ঘটনা, রোগ বৃদ্ধিতে তাপের প্রভাবসহ ১৮টি ঘটনা) নিশ্চিত করা হয়েছে এবং হিটস্ট্রোকের কারণে আরও ৩৬৯ জনের মৃত্যুর তদন্ত চলছে।

তীব্র তাপে মৃত্যু সংখ্যার বিচারে মেরিকোপা শহর যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের পরেই দ্বিতীয় স্থানে। যদিও গত বছরের তুলনায় এ বছর তাপদাহজনিত মৃত্যু ৩০ শতাংশ কমেছে, তবুও এটি শহরের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে প্রাণঘাতী বছর হয়ে দাঁড়িয়েছে।

তাপদাহজনিত মৃত্যুর প্রায় তিন-চতুর্থাংশ ঘটেছে খোলা আকাশের নিচে এবং এর মধ্যে ৪০ শতাংশই গৃহহীন মানুষ। এক-চতুর্থাংশ মৃত্যু ঘটেছে ঘরের ভেতরে—যা মূলত উচ্চ বিদ্যুৎ খরচ ও দরিদ্র মানুষের জন্য শীতলীকরণ ব্যবস্থা (কুলিং সিস্টেম) না থাকার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

গার্ডিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের সমালোচনা করে জানিয়েছে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কমিয়ে দেওয়া এবং পরিবেশগত বাজেট কাটার ফলে দরিদ্র ও গৃহহীন মানুষের অবস্থা আরও শোচনীয় হয়েছে।#

পার্সটুডে/এমএআর/১৪