নেতানিয়াহু: বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার ঐতিহাসিক মিশন বাস্তবায়নের চেষ্টা করছি
https://parstoday.ir/bn/news/west_asia-i151162
পার্সটুডে-ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিনি 'বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন' বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি এ কাজে নিজেকে গভীরভাবে সংযুক্ত থাকার অনুভূতি বোধ করেন বলেও দাবি করেছেন।
(last modified 2025-08-13T14:59:05+00:00 )
আগস্ট ১৩, ২০২৫ ২০:৪০ Asia/Dhaka
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু
    ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

পার্সটুডে-ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিনি 'বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন' বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি এ কাজে নিজেকে গভীরভাবে সংযুক্ত থাকার অনুভূতি বোধ করেন বলেও দাবি করেছেন।

নেতানিয়াহু বলেছেন ওই বৃহত্তর ইসরাইলের মধ্যে রয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য নির্ধারিত অঞ্চল এবং জর্ডান, লেবানন, সিরিয়া ও মিশরের কিছু অংশ। নেতানিয়াহু এমন সময় এ দাবি করেছেন যখন তার নির্দেশে গাজা পুরোপুরি দখল করার ও সেখানে গণহত্যা জোরদারের জন্য প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী দখলদার বাহিনী। 

মঙ্গলবার ইসরায়েলি সম্প্রচার বিভাগ i24NEWS-এর সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেছে,  তার এ মিশন " নানা  ইহুদি প্রজন্মের মিশনগুলোর অন্যতম"। তিনি, বলেছেন: "এমন ইহুদিদের প্রজন্ম রয়েছে যারা এখানে আসার স্বপ্ন দেখেছিল এবং আমাদের পরেও ইহুদিদের প্রজন্ম এখানে আসবে।"

২০২৩ সালের ৭অক্টোবর থেকে গাজায় ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধে প্রায় ৬২ হাজার ফিলিস্তিনি শহীদ ও এক লাখ ৬০ হাজারেরও বেশি আহত হয়েছেন। #

পার্স টুডে/এমএএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।