কংগ্রেস নেতা সালমানের বাসায় হিন্দুত্ববাদীদের ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশি তদন্ত শুরু
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশিদের নৈনিতালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ওই হামলায় জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ ‘অযোধ্যা’ নিয়ে তাঁর বই প্রকাশ এবং এর কিছু অংশ নিয়ে বিতর্কের পর ওই ঘটনা প্রকাশ্যে এসেছে।
হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ জানিয়েছে, পুলিশের এক কর্মকর্তা বলেন, সালমান খুরশিদের বাসায় ‘বজরং দল’-এর ২০ জনের বেশি কর্মীর বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিনি বলেন, খুরশিদের কেয়ারটেকার সুন্দর রাম জানান, সোমবার দুপুর ২টার দিকে ২০ জনের বেশি লোক এসে বাড়িতে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। একই সময়ে, তারা তাঁর তার পরিবারের সাথে অভদ্র আচরণ করে।
পুলিশের কর্মকর্তা বলেন, অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসময়ে, স্থানীয় লোকজনের মতে, এলাকায় গুলিও চালানো হয়েছে, যার কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এই বিষয়ে পুলিশের ডিজিআই (কুমাওন) নীলেশ আনন্দ বলেন, রাকেশ কপিল এবং আরও ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কংগ্রেস নেতা সালমান খুরশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নৈনিতালের বাড়িতে আগুন ও ভাঙা জানালার ছবি শেয়ার করেছেন। আগুন অবশ্য সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়। সালমান খুরশিদের বইতে হিন্দুত্বকে কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীর সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ।
সালমান খুরশিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর ‘সানরাইজ় ওভার অযোধ্যা’ বইয়ে সনাতন হিন্দুধর্ম ও বিজেপি-আরএসএসের হিন্দুত্বের পার্থক্য করতে গিয়ে লিখেছেন, ‘এ দেশের সাধু-সন্তরা যে সনাতন হিন্দুধর্মে আস্থা রাখতেন, তাকে এক পেশিবহুল হিন্দুত্ব ঠেলে সরিয়ে দিচ্ছে, যা সব মাপকঠিতেই আইএসআইএস ও বোকো হারামের জেহাদি ইসলামের রাজনৈতিক রূপ।’
বিজেপি নেতাদের অভিযোগ, সালমান খুরশিদ হিন্দুত্বের অবমাননা করেছেন। বিজেপি নেতা অমিত মালব্য বলেন, ‘যে দল মুসলিম ভোট পেতে ইসলামিক জেহাদের সঙ্গে তুলনা টেনে গেরুয়া সন্ত্রাসের মতো শব্দ চালু করেছিল, সেই দলের একজন নেতার থেকে আর কী বা আশা করা যায়?’
সালমান খুরশিদ তাঁর সাফাইতে বলেন, ‘আমি এ সব লোককে সন্ত্রাসী বলিনি। আমি শুধু বলেছি ধর্ম বিকৃত করার ক্ষেত্রে এই মানুষগুলো সমান। ‘হিন্দুত্ব’ সনাতন ধর্ম এবং হিন্দু মতকে দূরে সরিয়ে রেখেছে এবং এটি বোকো হারাম এবং এই জাতীয় অন্যান্য সংগঠনের মতো আক্রমণাত্মক অবস্থান নিয়েছে।’ যাঁরা হিন্দুধর্মকে জানেন না, তাঁদের থেকেই এই রকম প্রতিক্রিয়া আসবে বলেও কংগ্রেসের সিনিয়র নেতা সালমান খুরশিদ মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।