আমরা গান্ধির ভারতকে ফিরিয়ে আনতে চাই : ডা. ফারুক আব্দুল্লাহ
(last modified Wed, 08 Dec 2021 12:40:49 GMT )
ডিসেম্বর ০৮, ২০২১ ১৮:৪০ Asia/Dhaka
  • ডা. ফারুক আব্দুল্লাহ
    ডা. ফারুক আব্দুল্লাহ

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ বলেছেন, আমরা মহাত্মা গান্ধির পথ অনুসরণ করি এবং গান্ধির ভারতকে ফিরিয়ে আনতে চাই।

আমরা গান্ধির ভারতের সাথে একীভূত হয়েছি, গডসের ভারতের সঙ্গে নয়।’  আজ (বুধবার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’য় তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।     

ভারতের জাতির জনক গান্ধিজীকে হত্যা করেছিল নাথুরাম গডসে। ডা. ফারুক আব্দুল্লাহ তাঁর মন্তব্য গডসে প্রসঙ্গ উল্লেখ করেছেন।    

ডা. ফারুক আব্দুল্লাহ বলেন, আমরা কখনো বন্দুক তুলিনি, কখনো গ্রেনেড তুলিনি, কখনো পাথর নিক্ষেপ করিনি। তিনি বলেন, আমরা কখনো ভারতের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি, তবুও আমাদের পাকিস্তানি বলা হয়। এমনকি খালিস্তানি পর্যন্ত বলা হয়েছে!

ফারুক আব্দুল্লাহ বলেন, ওরা মনে করছে আমরা ভয় পাব, কিন্তু আমরা সেই লবণ খাইনি যে আমরা ভয় পাব। তিনি বলেন,   আমরা লড়াই আন্দোলন করব এবং সম্পূর্ণ আন্তরিকতার সাথে এটি করব বলেও তিনি মন্তব্য করেন।  

এরআগে, ন্যাশনাল কনফারেন্সের একদিনের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ফারুক আবদুল্লাহ বিজেপিকে টার্গেট করে বলেছিলেন বিজেপি জনগণের কাছে মিথ্যা কথা বলে। বিজেপি নির্বাচনের সময় বিদ্বেষ ও ধর্ম-বর্ণের নামে ভোট চায় বলেও তিনি মন্তব্য করেন।  

এ দিকে,  আজ (বুধবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, জম্মু-কাশ্মীর থেকে ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করার পরে ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ৩৬৬ জন সন্ত্রাসীকে হত্যা হত্যা করা হয়েছে। একইসময়ে ৯৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং ৮১ জন নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন বলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ