ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি
(last modified Wed, 15 Dec 2021 13:45:56 GMT )
ডিসেম্বর ১৫, ২০২১ ১৯:৪৫ Asia/Dhaka
  • ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি
    ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে সংসদের নিম্নকক্ষ লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি।

উত্তর প্রদেশে লখিমপুর-খেরিতে কৃষক আন্দোলনের সময়ে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র আজ (বুধবার) লোকসভার সচিবের কাছে জমা দেওয়া মুলতুবি প্রস্তাবের নোটিসে রাহুল গান্ধি বলেন, ‘উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) আদালতে উপস্থাপন করা রিপোর্টে জানিয়েছে, লাখিমপুর-খেরিতে খুনের ষড়যন্ত্র করেই কৃষকদের গাড়ির চাকায় পিষে দেওয়া হয়েছিলএটি পরিকল্পিত ষড়যন্ত্র, অবহেলা নয় সিট তাই অভিযুক্তের বিরুদ্ধে অভিয়োগ সংশোধনের সুপারিশ করেছে

এই পরিস্থিতিতে সভার কাজ মুলতুবি রেখে লাখিমপুর কাণ্ড এবং অজয় মিশ্রের  অপসারণের দাবি নিয়ে আলোচনার দাবি জানান তিনি     

গত ৯ অক্টোবর ওই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে পুলিশ গ্রেফতার করেছে গতকাল (মঙ্গলবার) বিশেষ তদন্তকারী টিমের (‘সিট’) রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর অপসারণের দাবিতে সোচ্চার হয়েছেন বিরোধীরা 

কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, নিহত কৃষকদের পরিবারকে ন্যায়বিচার দিতেই নরেন্দ্র মোদি মন্ত্রিসভা থেকে অজয় মিশ্রকে সরানো প্রয়োজন লাখিমপুর কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোল ও গোলযোগের জেরে আজ বুধবার দুপুর ২টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়     

গত ৩ অক্টোবর লাখিমপুর খেরিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর গাড়ির তলায় চাপা পড়ে বিক্ষোভকারী চার কৃষকের মৃত্যু হয়েছিল পরবর্তী সহিংসতায় আরও চার জন নিহত হয় সেই থেকে বিরোধীরা অজয় মিশ্রের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন এবার সেই দাবি জোরালো হয়ে উঠেছে।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ